আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক-অভিন্ন: আজিজুস সামাদ ডন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৮-১৩ ২০:০৪:৩৩

সিলেট :: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ  মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে জগন্নাথপুরে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২ টায় স্থানীয় গোফরাপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুন নূরের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগ নেতা ছালিক আহমদ পীরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক আজিজুস সামাদ আজাদ ডন বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক-অভিন্ন। বঙ্গবন্ধু বাংলাদেশ নামক রাষ্টের স্বপ্নদ্রষ্টা। জাতিকে পরাধীনতার শৃংখল থেকে মুক্ত করতে সারা জীবন সংগ্রাম করেছেন। জেল জুলুম নির্যাতন সহ্্র করেছেন। একটি অসাম্প্রদায়িক রাষ্ট গঠনে তিনি কাজ শুরু করেছিলেন। স্বপ্ন দেখছিলেন সুখী সমৃদ্ধ দেশের। কিন্তু কিছু কুলাঙ্গার জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি।

জননেত্রী শেখ হাসিনা আজ সেই স্বপ্নের পথে হাঁটছেন। তাঁর হাত শক্তিশালী করতে এ প্রজন্মকে দায়িত্ব নিতে হবে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বকুল, জেলা পরিষদ সদস্য সৈয়দ সাবির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মিন্টু রঞ্জন ধর, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, কালী কুমার রায়।

উপস্থিত ছিলেন, শাহীন তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনজুর আজাদ পাবেল, আওয়ামী লীগ নেতা তাজ উদ্দিন, আবাব মিয়া, জাহির উদ্দিন, যুবলীগ নেতা জয়নুল আহমদ কোরেশী, সেলিম আহমদ, আনহার মিয়া, মাস্টার মইন উদ্দিন, জহির মিয়া, মকছুদ মিয়া, জাহাঙ্গীর অঅলম, দুদু মিয়া, শাহ শাহিন, ছাত্রলীগ নেতা রনি মিয়া, শাহিন মিয়া সুমন, তামিম আহমদ, সৈয়দ নাঈম অঅহমদ, এমরুল হক প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৩ আগস্ট ২০১৭/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন