আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে ইসলামী সাহিত্য পরিষদের মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-১৩ ১৯:১১:২৭

সিলেট :: মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা বন্ধের দাবিতে সিলেট নগরীর মজুমদারীতে এক মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। সিলেট ইসলামী সাহিত্য পরিষদের উদ্যোগে বুধবার বেলা ২টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিলেট ইসলামী সাহিত্য পরিষদের সভাপতি ও গ্রিন সিটি ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল-এর প্রিন্সিপাল শাহিনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নালের পরিচালনায় মানববন্ধন পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংগঠন স্বপ্নঘুড়ি আসর এর প্রধান উপদেষ্টা, স্বপ্নঘুড়ি সম্পাদক কে এম আব্দুল আল-মামুন, গ্রিন সিটি ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের চেয়ারম্যান মাওলানা ফারুক আহমদ, দি নিউ নেশন এর সিলেট প্রতিনিধি এস এ শফি, সমাজসেবী একরামুল হক, উদয়ন তরুণ সংঘের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, সংগঠক হাবিবুর রহমান, গ্রিন সিটি ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের শিক্ষক হানিফ হক সুমন, আসাদুর রহমান কালাম, রাহিম আহমদ, রেজওয়ানা হক সুমি, আক্তারুজ্জামান, নয়ন সরকার, সুমি জাহান প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৩ সেপ্টেম্বর ২০১৭/ প্রেবি/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন