আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বিশ্বনাথে বৃদ্ধকে হত্যার চেষ্টার ঘটনায় মামলা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-১৩ ২০:৩৫:৩৮

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে বাড়ির রাস্তা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বসত ঘরে প্রবেশ করে গলা কেটে বৃদ্ধকে হত্যার চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। রামদার আঘাতে গুরুতর আহত উপজেলার উত্তর মিরেরচর (সাবরাগাঁও) গ্রামের খুরশেদ আলী (৯৫)’র পুত্র আছাব আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলা নং ৬ (তাং ১১/০৯/১৭ ইং)। মামলায় একমাত্র অভিযুক্ত করা হয়েছে একই গ্রামের মৃত আফতাব আলীর পুত্র রুবেল মিয়া (২৮)’কে।

জানা গেছে, সোমবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য অজু করতে খুরশেদ আলীর স্ত্রী বের হলে ওই ফাঁকে রামদা হাতে ঘরের ভিতরে অনাধিকার প্রবেশ করে রুবেল। ঘরে প্রবেশ ঘরে খুরশেদ আলীকে হত্যার উদ্দেশ্যে হাতে থাকা রামদা দিয়ে মাথা লক্ষ্য করে আঘাত করে, আঘাতটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার (খুরশেদ) ডান কাঁধে পড়ে রক্তাক্ত জখম হয়। রুবেল পুনরায় রামদা দিয়ে  বাদীর পিতাকে গলায় মারাত্মক ভাবে আঘাত করে। অজু শেষ করে খুর্শিদ আলীর স্ত্রী ঘরে প্রবেশ করে এমন অবস্থা দেখে চিৎকার করেন। চিৎকার শুনে বৃদ্ধের ছেলে-নাতিরা ছুটে আসতে দেখে রুবেল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খুর্শিদ আলীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে রুবেলকে পেয়ে তার (রুবেল) আতœীয়-স্বজন তাকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। গূরুত্বর আহত অবস্থায় খুরশেদ আলী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম।

সিলেটভিউ২৪ডটকম/১৩ সেপ্টেম্বর ২০১৭/পিবিএ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন