আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

আম্বরখানায় সিএনজি চালকদের সড়ক অবরোধ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-১৩ ২১:১৭:৩৯

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে সিএনজি অটোরিকশা চালকদের সাথে যাত্রীর ঝামেলার জের ধরে সড়ক অবরোধ করেছে অটোরিকশা চালকরা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় তারা।

জানা যায়- বুধবার রাত ৮টার দিকে নগরীর আম্বরখানা পয়েন্টে এক চালকের সাথে কয়েকজন যাত্রীর কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে যাত্রীরা চালকের গায়ে হাত তুলেন। এরপরই একত্রিত হতে শুরু করে সিএনজি অটোরিকশা চালকরা। ঐ যাত্রীদের শাস্তির দাবীতে আম্বরখানা পয়েন্টে কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে তারা। এতে পয়েন্টের চারিদিকের রাস্তায় আটকা পরেন শত শত পথচারী ও যানবাহন।

পরে এয়ারপোর্ট থানা পুলিশের হস্তক্ষেপে অটোরিকশা চালকরা অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ওসি মোশাররফ হোসেন বলেন- আম্বরখানায় যাত্রীদের সাথে সিএনজি চালকের মধ্যে ঝামেলার জের ধরে সড়ক অবরোধের চেষ্টা করে অটোরিকশা চালকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

সিলেটভিউ২৪ডটকম/১৩ সেপ্টেম্বর ২০১৭/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন