আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

বড়লেখায় রাস্তা ও স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-০৩ ১৯:০৮:১৪

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভট্টশ্রী ভায়া উজানিপাড়া রাস্তার ও বিহাইডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তাবায়নে এ দুটি কাজে ব্যয় হবে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা।

মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুরে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি পৃথকভাবে রাস্তা ও বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, উত্তর শাহবাজপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবির আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আহমদ, ছাত্রলীগ নেতা মতিউর রহমান জাকের, জাকির আহমদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/০৩ অক্টোবর ২০১৭/এজেএল/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন