আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

হরতালে জকিগঞ্জের রাজপথে নেই জামায়াতের অস্থিত্ব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-১২ ১৭:১১:০৭

জকিগঞ্জ প্রতিনিধি ::   জামায়াতের নায়েবে আমির ও সেক্রেটারি জেনারেলকে গ্রেফতারের প্রতিবাদে ডাকা বৃহস্পতিবারের হরতাল পালনে জকিগঞ্জের রাজপথে নেই জামায়াত শিবিরের অস্থিত্ব।

যুদ্ধপরাধে অভিযুক্ত রাজনৈতিক দল জামায়াতের ডাকা হরতালের প্রভাব পড়েনি উপজেলার কোথাও।

সরকারী বেসরকারী অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম ছিলো প্রতিদিনের মতই। যানবাহন চলাচল ছিলো স্বাভাবিক। উপজেলার কোথাও জামায়াত শিবির নেতাকর্মীরা হরতালের সমর্থনে প্রিকেটিং, মিছিল সমাবেশ করতে পারেনি। হরতালের প্রভাব পড়েনি সাধারণ মানুষের মধ্য। হরতালের দিনেও জকিগঞ্জ থেকে দূরপাল্লার যানবাহন চলাচল করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলো কঠোর অবস্থানে।

জামায়াত শিবিরের ডাকা হরতাল প্রতিহত করতে বিভিন্ন এলাকায় যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দখলে ছিলো রাজপথ।

যুবলীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতার কারণে জামায়াত শিবিরের নেতাকর্মীরা রাজপথ ছেড়ে ঘাঁ ঢাকা দিয়েছেন বলে সাধারণ মানুষ জানান।

সিলেটভিউ২৪ডটকম/১২ অক্টোবর ২০১৭/এএইচটি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন