আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

দুবাইয়ে সরকারি কর্মকর্তাদের সম্মানে ইফতার মাহফিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১০ ০১:২৫:২৮

লুৎফুর রহমান :: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সরকারের কনসুলেট, জনতা ব্যাংক ও বিমানেরে কর্মকর্তাদের সম্মানে ইফতারের আয়োজন করেন দুবাইস্থ বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ।

বৃহস্পতিবার দুবাইয়ের একটি অভিজাত হোটেলে এ উপলক্ষে আয়োজিত সভায় সবার উদ্দেশ্যে বক্তব্যে নূর মোহাম্মদ বলেন, প্রবাসে যারা দেশের প্রতিনিধিত্ব করেন সরকারি নানা অফিসে তাঁদের সবসময় সম্মান জানানো উচিত। তাঁরা তাঁদের পেশার বাইরে এসেও প্রবাসিদের কল্যাণে কাজ করেন।

প্রধান অতিথির বক্তব্যে দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসেন খান বলেন, বর্তমান সরকার প্রবাসিবান্ধব সরকার। প্রবাসিদের উন্নয়নে সবচে' বেশি কাজ করে যাচ্ছে এ সরকার। বিদেশে দেশের ভাবমূর্তি রক্ষায় সকল প্রবাসিকে একযোগে কাজ করার তিনি আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের শ্রম কাউন্সেলর ফাতেমা জাহাম, প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেন, ভাইস কনসাল মোজাফ্ফর হোসেন, জনতা ব্যাংক দুবাই শাখার ব্যবস্থাপক আবুল কালাম, সিআইপি আবুল কালাম, মাজহারুল মিয়া, জাকির হোসেন, খন্দকার মোখলেসুর রহমান সহ আরো অনেকে।

পরে দেশও জাতির শান্তি কামনা দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য খবর

  •   গ্রীষ্মের শুরুতে ওমান শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা জারি
  •   ওমানে নতুন নিয়মে বাড়ছে লকডাউন
  •   আহমদ আরেফের মৃত্যুতে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর শোক
  •   মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক মুকিবের শোক
  •   সিঙ্গাপুরে আলোচিত বই বিক্রির তালিকায় প্রবাসী শরীফের ‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’
  •   ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
  •   ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে বিএনপি কাতার শাখা উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত
  •   আওয়ামীলীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে: মির্জা ফখরুল
  •   স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মধ্যপ্রাচ্য সমন্বয় কমিটির সভা
  •   আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তা আঁখির স্বপ্নপূরণের পথে...