আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

কাতার প্রবাসী জুড়ীর যুবক নিখোঁজ, স্বজনদের আহাজারি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-০৮ ১৩:৩৫:৩৭

কাতার প্রতিনিধি :: কাতার প্রবাসী শংকর দাস (৩৪) গত সোমবার (৩রা ফেব্রুয়ারী) সকালে ছুটিতে দেশে যাওয়ার উদ্দেশ্য দোহা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইটে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর থেকেই নিখোঁজ রয়েছেন।

এক সন্তানের জনক শংকর দাস মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের সুসেন্দ্র দাস এর ছেলে।

এবিষয়ে কাতার প্রবাসী শংকর দাসের আপন সহোদর সুমিত দাস জানান, রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গত সোমবার  (ফ্লাইট নাম্বার- RX0754) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে এখন পর্যন্ত তার সাথে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয় নি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করার পরেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

তিনি আরও জানান, নিখোঁজ শংকর দাসকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানায় ৬ই ফেব্রুয়ারী একটি সাধারণ ডায়েরি করা হয়েছে (সাধারণ ডায়েরি নং-২১৪/২০) ।

এদিকে শংকর দাসের অনেক খোঁজাখোঁজির পরও কোন সন্ধান না পাওয়ায় তার পরিবার রয়েছে চরম দুঃশ্চিন্তায়।

সুমিত দাস জানান, আমার ভাইয়ের খোঁজ পেতে আমি সকলের সহযোগিতা চাই, যদি কোনো ব্যক্তি তার সন্ধান পান তবে দয়া করে নিম্মের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।

সুসেন্দ্র দাস গ্রাম-উত্তর ভবানীপুর, ডাক ও উপজেলা-জুড়ী, জেলা-মৌলভীবাজার।

সিলেটভিউ২৪ডটকম/০৮ ফেব্রুয়ারি ২০২০/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য খবর

  •   গ্রীষ্মের শুরুতে ওমান শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা জারি
  •   ওমানে নতুন নিয়মে বাড়ছে লকডাউন
  •   আহমদ আরেফের মৃত্যুতে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর শোক
  •   মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক মুকিবের শোক
  •   সিঙ্গাপুরে আলোচিত বই বিক্রির তালিকায় প্রবাসী শরীফের ‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’
  •   ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
  •   ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে বিএনপি কাতার শাখা উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত
  •   আওয়ামীলীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে: মির্জা ফখরুল
  •   স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মধ্যপ্রাচ্য সমন্বয় কমিটির সভা
  •   আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তা আঁখির স্বপ্নপূরণের পথে...