আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

কাতারে মঙ্গলবার করোনায় আক্রান্ত ১ হাজার ৭৪২, মৃত্যু ২

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৬ ১৮:১২:০৬

কাতার প্রতিনিধি :: ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কাতারে দিনদিন আশংকাজনক ভাবে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা।

ইতিপূর্বে করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশটি গ্রহণ করেছে নানামুখী উদ্যোগ। কিন্তু কিছুতেই যেন থামছে না করোনার থাবা। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে মানুষ।

যার মূল কারণ হচ্ছে জনসাধারণের স্বাস্থ্য বিধি মেনে না চলা এবং বারবার সতর্ক করা সত্বেও জনসমাগম এড়িয়ে না চলা।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আজকে ও  করোনাভাইরাসে আরও ১ হাজার ৭৪২ জন নাগরিক নতুন ভাবে আক্রান্ত হয়েছেন। করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আরও ২ জনের।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৯২৭ জন নাগরিকের নমুনা সংগ্রহ করা হয়েছে যাদের মধ্য থেকে ১ হাজার ৭৪২ জন করোনা সংক্রমিত রোগী সনাক্ত করা হয়েছে। এনিয়ে দেশটিতে করোনাভাইরাসে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ২০৭ জনে দাঁড়ালো।

এদিকে আজ (মঙ্গলবার) সুস্থ হয়ে ঘরে ফিরেছেন আরও ১হাজার ৪৮১ জন, এনিয়ে দেশটিতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১১ হাজার ৮৪৪ জনে পৌঁছেছে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ হাজার ৩৩৫ জন।

মন্ত্রণালয় থেকে আরও জানানো হয় আজকে ৬০ বছর ও ৫৮ বছর  বয়সের আরও ২ জন কাতারে বসবাসকারী ব্যক্তির করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তবে তারা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি।

এ পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সর্বমোট ২৮ জন। যাদের মধ্যে ৪ জন বাংলাদেশি, ২৩ জন কাতারে বসবাসকারী ও ১ জন কাতারি নাগরিক।

এসময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং  শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানানো হয় গভীর সমবেদনা।


সিলেটভিউ২৪ডটকম/২৬ মে ২০২০/এসএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য খবর

  •   গ্রীষ্মের শুরুতে ওমান শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা জারি
  •   ওমানে নতুন নিয়মে বাড়ছে লকডাউন
  •   আহমদ আরেফের মৃত্যুতে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর শোক
  •   মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক মুকিবের শোক
  •   সিঙ্গাপুরে আলোচিত বই বিক্রির তালিকায় প্রবাসী শরীফের ‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’
  •   ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
  •   ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে বিএনপি কাতার শাখা উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত
  •   আওয়ামীলীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে: মির্জা ফখরুল
  •   স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মধ্যপ্রাচ্য সমন্বয় কমিটির সভা
  •   আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তা আঁখির স্বপ্নপূরণের পথে...