আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

ওমানে মারা গেলেন সিলেটের আনহার উদ্দিন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৩ ১৭:৩১:৪৪

রেজওয়ান আহমদ সুজন, ওমান প্রতিনিধি :: মধ্যপাচ্য দেশ ওমানে মারা গেলেন সিলেটের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউনিয়নের বেড়কুড়ি গ্রামের আনহার উদ্দিন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

নিহত ব্যক্তি দীর্ঘ দিন যাবত রাজধানী মাস্কাট আল-রুই অঞ্চলে বসবাস করতেন।

জানা যায়, গত চার দিন পূর্বে নিহত ব্যক্তি জ্বরে আক্রান্ত হয়ে নিকটস্থ রুই নিউ পানজা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়েছিলেন।

হঠাৎ মঙ্গলবার বুকের ব্যাথা ও জ্বর বেড়ে যাওয়া সাথে সাথে ভর্তি করা হয় রুই এ্যাপোলো হাসপাতাল।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩ জুন) দুপুর ১২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের এক নিকট আত্মীয়ের কাছে লাশ দেশে পাঠানোর বিষয় জানতে চাইলে তিনি প্রতিবেদকে জানান, আমরা এখনও জানতে পারিনি কিভাবে মারা গেছেন, করোনায় আক্রান্ত ছিলেন কী না তা এখন সঠিক বলতে পারছি না। যদি করোনায় আক্রান্ত হয়ে মারা তবে লাশ দেশে পাঠানোর সম্ভব হবেনা। আর যদি স্বাভাবিক মৃত্যু হয় তবে লাশ দেশে পাঠানোর চেষ্টা করব।

তিনি জানান, হাসপাতাল থেকে নিহতের কপিলকে ফোন দেওয়া হয়েছে তিনি এলে আমরা বিস্তারিত জানতে পারব।

নিহত আনহার উদ্দিন স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।


সিলেটভিউ২৪ডটকম/০৩ জুন ২০২০/আরএএস/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য খবর

  •   গ্রীষ্মের শুরুতে ওমান শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা জারি
  •   ওমানে নতুন নিয়মে বাড়ছে লকডাউন
  •   আহমদ আরেফের মৃত্যুতে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর শোক
  •   মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক মুকিবের শোক
  •   সিঙ্গাপুরে আলোচিত বই বিক্রির তালিকায় প্রবাসী শরীফের ‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’
  •   ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
  •   ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে বিএনপি কাতার শাখা উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত
  •   আওয়ামীলীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে: মির্জা ফখরুল
  •   স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মধ্যপ্রাচ্য সমন্বয় কমিটির সভা
  •   আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তা আঁখির স্বপ্নপূরণের পথে...