আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ওমানের শপিংমলসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-২৪ ০০:৫৮:৫০

রেজওয়ান আহমদ সুজন, ওমান :: মধ্যপ্রদেশ ওমানে করোনার প্রাদুর্ভাবে দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর চতুর্থ ধাপের আরও বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে দেশটির সুপ্রিম কমিটি।

মঙ্গলবার (২৩ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন ফয়সাল আল বুসাইদির সভাপতিত্বে কোভিড-১৯ মোকাবেলায় গঠিত সুপ্রিম কমিটির এক জরুরী সভাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

এ এসময় সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ও ওমানের সুপ্রিম কমিটির দেওয়া স্বাস্থ্যবিধি মেনে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতে বলা হয়।

যে সমস্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়া হয়েছে তা নিচে যথাক্রমে:-

১. শপিংমল (১২ বছরের কম বয়সী এবং ৬০ বছরের বেশি বয়স্কদের প্রবেশ নিষেধ)
২. ডিপার্টমেন্টাল ষ্টোর
৩. গৃহপরিচারিকার নিয়োগ অফিস
৪. ভ্রমন ও পর্যটন অফিস
৫. ড্রাইভিং স্কুল অফিস
৬. অতিথেয়তা সংস্থা
৭. মিডিয়া ও বিজ্ঞাপন সংস্থা
৮. লন্ড্রি
৯ জুতার দোকান
১০. বিবাহের পোশাক বিক্রয় এবং ভাড়া দেওয়ার দোকান
১১. ক্লিনিং কোম্পানির দোকান
১২. অডিও টেপ দোকান
১৩. মুসার দোকান
১৪. দরজা এবং জানালার দোকান
১৫. আসবাবপত্র গৃহসজ্জা
১৬. শীতাতপ নিয়ন্ত্রণ এবং ওয়াশিং মেশিন মেরামতের দোকান
১৭. মাছের বাজার-মাতরাহ, সোহার, আল সুওয়াইক, আল সিব, কুররিয়াত, ইবরি, আল আমখারা
১৮. রঞ্জক এবং পোলিশ উপকরণ বিক্রয় দোকান
১৯. ঐতিহ্যবাহী অস্র কেনাকাটা বিক্রয় ও মেরামতের দোকান
২০. ক্যামেরা এবং সুরক্ষা ব্যবস্হার শপ
২১. প্লাস্টিক রাসায়নিক ও পেট্রোলিয়াম জাত দ্রব্য প্রস্তুত
২২. হস্তশিল্প ব্যবসায় ও মৃৎশিল্প
২৩. ব্যবহত গাড়ি বিক্রেতা
২৪. রান্নাঘর শোরুম
২৫. কাটজাত ও কাগজের তৈরী দ্রব্য প্রস্তুত
২৬. কাট কয়লা এবং জ্বালানি কাটের দোকান ও ফ্যাকোটি
২৭. লোহা ও অ্যালমুনিয়াম পন্য দোকান
২৮. রিয়াল স্টেট
২৯. কৃষি কাজ, পোশাক ও বস্র প্রস্তুত
৩০. আর্থিক পরিষেবাসমূহ
৩১. বাদ্যযন্রের দোকান বিক্রয়, মেরামত এবং তৈরি
৩২. ওমানি খন্জার বানানোর দোকান
৩৩. পারিবারিক পরামর্শ অফিস
৩৪. সমন্বিত টেইলারিং ওয়ার্কশপ এবং গার্মেন্টস কারখানা
৩৫. শুধুমাত্র উটের প্রশিক্ষণের জন্য উটের ট্র্যাক এবং ক্ষেত্র
৩৬. প্রচীন শিল্পকর্ম এবং পেন্টিং বিক্রয় স্টোর
৩৭. গ্লাস বিক্রি দোকান
৩৮. কাচের প্যানেল মেরামত ও স্থাপনের প্রতিষ্টান
৩৯. আইস মিল
৪০. এসি ইনস্টলেশন মেরামতের দোকান
৪১. শিপিং এবং শুল্ক ছাড়পএ অফিস
৪২. কম্বল এবং বিছানার চাদর দোকান
৪৩. অফিস সরবরাহ এবং স্টেশনারী দোকান।

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য খবর

  •   গ্রীষ্মের শুরুতে ওমান শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা জারি
  •   ওমানে নতুন নিয়মে বাড়ছে লকডাউন
  •   আহমদ আরেফের মৃত্যুতে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর শোক
  •   মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক মুকিবের শোক
  •   সিঙ্গাপুরে আলোচিত বই বিক্রির তালিকায় প্রবাসী শরীফের ‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’
  •   ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
  •   ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে বিএনপি কাতার শাখা উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত
  •   আওয়ামীলীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে: মির্জা ফখরুল
  •   স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মধ্যপ্রাচ্য সমন্বয় কমিটির সভা
  •   আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তা আঁখির স্বপ্নপূরণের পথে...