আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

আমিরাতে সিআইপি আশিক মিয়াকে বিদায়ী সংবর্ধনা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০৫ ২১:৫৭:১৯

লুৎফুর রহমান :: সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার উপদেষ্টা সাবেক সিআইপি আশিক মিয়ার কানাডা গমণ উপলক্ষে বিদায়ী সংবর্ধনায় বক্তারা বলেছেন, সিআইপি আশিক মিয়া রাস আল খাইমায় বঙ্গবন্ধু স্কুল গঠনে প্রথমে দাতা হিসেবে এগিয়ে এসে উদাহরণ গড়েছেন। এছাড়া আমিরাতে বাংলাদেশ কমিউনিটি উন্নয়নে সিআইপি আশিকের অবদান অবিস্মরণীয় থাকবে।

মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সমিতি শারজাহের বঙ্গবন্ধু হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী এম এ রব।

সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি দুবাইয়ের আহবায়ক অধ্যাপক এম এ সবুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষে দায়িপ্রাপ্ত প্রধান সমন্বয়ক আলহাজ্ব জাওয়াদুর রহমান।

সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহ শাখার অভিষেক এম আবুল বাসার। স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাবেক সফল সাধারণ সম্পাদক ও সদস্য সচিব জনাব হাবিবুর রহমান চুনু।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমাইল গনি চৌধুরী, আবুহেনা চৌধুরী, শাহ মোহাম্মদ মাকসুদ, বিশিষ্ট ব্যাবসায়ী হাবিবুর রহমান, মজাহার উল্ল্যা মিয়া, শাহজাহান মিয়াজী, শাহাদাত হোসেন, হাফেজ নুরুল আমিন।

সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি গীতিকবি আজাদ লালন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, উপদেষ্টা শেখ লুৎফর রহমান, সহ-সভাপতি শেখ মুহিবুর রহমান, মোহাম্মদ নিজাম উদ্দীন, উপদেষ্টা মোহাম্মদ চুনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান জামান, দপ্তর সম্পাদক আফজাল সাদেকীন আপলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মধু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল, রুজেল তরফদার, মোহাম্মদ মর্তুজা আলী, সহ-অর্থ সম্পাদক শামিম আহমেদ, তথ্য ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক লুৎফুর রহমান, সদস্য হাজী শফিকুল হক, শাহিদুল হক সুহেল, এম এ মুহিত চৌধুরী, মোহাম্মদ জাকির হোসেন।

কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কুলাউড়া সমিতির সভাপতি আবদুল মতিন, প্রধান পৃষ্ঠপোষক নজরুল ইসলাম লিটন তালুকদার, সহ-সভাপতি নজরুল ইসলাম রুহেল, মোহাম্মদ মসুদ আলী। ক্বোরআন তেলাওয়াত করেন সংগঠনের অর্থ-সম্পাদক ক্বারী মোহাম্মদ ইব্রাহীম।

নবগঠিত কমিটিকে অনুমোদন দেওয়ায় সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি বিশিষ্ট দানবীর শিল্পপতি আলহাজ্ব ড.রাগিব আলী, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ওয়েছুর রহমান চৌধুরী ও আজীবন সদস্য জনাব নুরুল হককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

অনুষ্ঠানে আশিক মিয়ার স্কেচ উপহার দেন তুলিশিল্পী তিশা সিন এবং ছড়া উপহার দেন ছড়াকার লুৎফুর রহমান।

সিলেটভিউ২৪ডটকম/৫ আগস্ট ২০২০/লুৎফুর/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য খবর

  •   গ্রীষ্মের শুরুতে ওমান শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা জারি
  •   ওমানে নতুন নিয়মে বাড়ছে লকডাউন
  •   আহমদ আরেফের মৃত্যুতে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর শোক
  •   মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক মুকিবের শোক
  •   সিঙ্গাপুরে আলোচিত বই বিক্রির তালিকায় প্রবাসী শরীফের ‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’
  •   ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
  •   ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে বিএনপি কাতার শাখা উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত
  •   আওয়ামীলীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে: মির্জা ফখরুল
  •   স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মধ্যপ্রাচ্য সমন্বয় কমিটির সভা
  •   আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তা আঁখির স্বপ্নপূরণের পথে...