আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

আবুধাবী এয়ারপোর্ট থেকে ফিরছেন প্রবাসীরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-১৭ ০০:২১:০৫

আমিনুল হক, আবুধাবী :: সংযুক্র আরব আমিরাতের রাজধানী আবুধাবী এয়ারপোর্টে গতকাল বাংলাদেশ থেকে আসা দুইটি ফ্লাইটে আসা ১৩২ জন যাত্রী ICA সমস্যায় আটকে ছিলেন। তাদের মধ্যে কিছু যাত্রীদের রবিবার সকালে স্থানীয় স্পন্সর এসে নিয়ে গেছেন। বাকীদের এয়ারপোর্ট হোটেলে রাখা হয়েছিল

বাংলাদেশ দূতাবাস আবুধাবীর রাষ্ট্রদূত আবু জাফর আটকে থাকা প্রবাসীদের বের করার অনেক চেষ্টা করেছিলেন। আটকেপড়া যাত্রীদের সমস্ত জটিলতা নিরসন করে অবমুক্ত করতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ সব ধরনের চেষ্টা করা হয়। সেই সাথে বাংলাদেশের ঢাকাস্থ আমিরাত দূতাবাসের কর্মকর্তাদেরকেও বিষয়টি অবহিত করা হয়েছে। আটকেপড়া যাত্রীদের অবমুক্ত করতে বাংলাদেশ দূতাবাস কর্তৃক ত্রিমুখী সমন্বয় এবং প্রচেষ্টা শেষ পর্যন্ত সফলতার মুখ দেখেনি।

সব চেষ্টাই বৃথা যাচ্ছে মানে বাংলাদেশে রিটার্ণ পাঠানো হবে তাদের। আজ রাত বাংলাদেশ বিমানে আসা ৭৭ জন BG-228 ফ্লাইটে দেশে ফিরবেন। এয়ার অ্যারাবিয়ার আসা যাত্রীদের ব্যাপারে পরবর্তিতে সিদ্ধান্ত আসলে জানানো হবে।

এক যাত্রীর আইডি ও পাসপোর্ট চেক করে দেখা যায়, দেশে ৬ মাসের উপরে অবস্থান করেছিলেন আর আমিরাতের নির্দেশনা মতে অনলাইনে https://uaeentry.ica.gov.ae গিয়ে চেক না করেই এসেছেন। অনলাইনে চেক করে দেখা যায়, উনাকে আমিরাতে আসার জন্য এপ্রোভ দেওয়া হয়নি।

জানা যায়, শুক্রবার ভোরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে মোট ২২৫ জন যাত্রী আবুধাবী অবতরণ করেন। অবতরণের পরপরই তিন ধাপে মোট ১৪৮ জন বিমান যাত্রীকে ইমিগ্রেশনের জন্য ছেড়ে দেয়া হয়। অবশিষ্ট ৭৭ জন যাত্রী আটকে ছিলেন। বিমানের আবুধাবি ও আল আইনের রিজিওনাল ম্যানেজার এন সি বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, ICA সমস্যায় অন্যান্য দেশের ও যাত্রীরা আটকা পড়েছেন।

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য খবর

  •   গ্রীষ্মের শুরুতে ওমান শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা জারি
  •   ওমানে নতুন নিয়মে বাড়ছে লকডাউন
  •   আহমদ আরেফের মৃত্যুতে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর শোক
  •   মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক মুকিবের শোক
  •   সিঙ্গাপুরে আলোচিত বই বিক্রির তালিকায় প্রবাসী শরীফের ‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’
  •   ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
  •   ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে বিএনপি কাতার শাখা উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত
  •   আওয়ামীলীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে: মির্জা ফখরুল
  •   স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মধ্যপ্রাচ্য সমন্বয় কমিটির সভা
  •   আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তা আঁখির স্বপ্নপূরণের পথে...