আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

জুড়ী ইউরোপিয়ান অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৬ ২০:১৯:০৩

জুড়ী প্রতিনিধি :: ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত জুড়ী উপজেলার বাসিন্দাদের নিয়ে গঠিত ‘জুড়ী ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন’ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের এক হোটেলে অনুষ্টিত এক সভায় তৈমুর হাসান আপলুকে (ফ্রান্স) সভাপতি, সাজ্জাদ হোসেন মঞ্জুকে (লন্ডন) সাধারণ সম্পাদক ও মালিক মুন্নাকে (ফ্রান্স) সাংগঠনিক সম্পাদক করে ১৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা  করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল ইসলাম রুহেল (ফ্রান্স), সহ-সভাপতি মইনুল ইসলাম (পর্তুগাল), শামীম আহমেদ (স্পেন), আশরাফুর রহমান (ফ্রান্স), জালাল মিয়া (লন্ডন), শামসুল ইসলাম (গ্রিস), ফরহাদ আহমেদ (স্পেন), বেলাল আহমেদ (ফ্রান্স), শামীম আহমেদ (লন্ডন), সৈয়দ জুয়েল আহমেদ (স্পেন), নজরুল ইসলাম (ইতালি), আজাদ মিয়া (জার্মান), শায়েক উদ্দিন (ইতালি), জুনেদ আহমেদ (স্পেন), আব্দুল কাদির (ইতালি), আব্দুল কাইয়ুম (লন্ডন), লুৎফুর রহমান (লন্ডন), আব্দুস সবুর (লন্ডন), আব্দুল হামিদ (ফ্রান্স)।

যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান (ফ্রান্স), সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান (পর্তুগাল), সাদাত এলাহী (লন্ডন), লিটন চৌধুরী (স্পেন), শাহাব উদ্দিন (ফ্রান্স), আছাদ ইমন (স্পেন), এনাম উদ্দিন (ফ্রান্স), আব্দুল মালিক জলিল (ফ্রান্স), শাহেদ আহমেদ (স্পেন), আক্তার হোসেন (স্পেন), আসাদ খোকন (ফ্রান্স), কামরুজ্জামান তাজ (ইতালি), আব্দুর রহিম (ফ্রান্স), শাহরিয়ার জামাল (লন্ডন), হাসান মাহমুদ (ফ্রান্স), জিয়াউর রহমান (জার্মান), মুর্শেদ আহমেদ (ফ্রান্স), আব্দুল্লাহ আল তারেক (ফ্রান্স)।

সহ-সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান (লন্ডন), রাসেল আহমেদ (স্পেন), মিন্টু হক (ইতালি), মিজানুর রহমান (জার্মান), সুহেল আহমেদ (ফ্রান্স), মাতাবুর রহমান (পর্তুগাল), সন্তুষ দে (ফ্রান্স), শাহরিয়ার আহমেদ (ইতালি), আব্দুর রাজ্জাক (ফ্রান্স), মনিরুজ্জামান (গ্রিস), জাহিদ হাসান (ফ্রান্স)।

কোষাধ্যক্ষ কামরুল হাসান (ইতালি), সহ-কোষাধ্যক্ষ শরীফ উদ্দিন (ফ্রান্স), সাচ্চু আহমেদ (পর্তুগাল), প্রচার সম্পাদক আব্দুর রব চৌধুরী সুমন (ফ্রান্স), সহ-প্রচার সম্পাদক আজাদ চৌধুরী (ইতালি), ফখরুল আলম (স্পেন), সাইফুর রহমান (ফ্রান্স)। দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন (ফ্রান্স), সহ-দপ্তর সম্পাদক শাকিব আহমেদ উজ্জ্বল (ফ্রান্স), ক্রীড়া সম্পাদক আব্দুল কাদির (ফ্রান্স), সহ-ক্রীড়া সম্পাদক জিহাদ অলি (স্পেন), ধর্ম বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম (পর্তুগাল), সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ঝুমুর চন্দ্র (ফ্রান্স), সেলিম আহমেদ (ফ্রান্স), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলী আহমেদ জুয়েল (ফ্রান্স), সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান (ইতালি), সমাজকল্যাণ সম্পাদক কামরুল ইসলাম (ফ্রান্স), সহ-সমাজ কল্যাণ সম্পাদক খায়রুল ইসলাম (ফ্রান্স), যোগাযোগ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন (ফ্রান্স), সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক মাজহারুল ওয়াহিদ (ফ্রান্স), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুমান আহমেদ (লন্ডন), সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুবের আহমেদ (ফ্রান্স), আপ্যায়ন বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম (ফ্রান্স), সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক জামিল আহমেদ (ফ্রান্স), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক লোকমান হোসেন (ফ্রান্স), সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকির হোসেন (ফ্রান্স), মহিলা বিষয়ক সম্পাদক রোমানা মনিয়া, সহ-মহিলা বিষয়ক সম্পাদক হুসনে আরা, আনোয়ারা বেগম, অন্তরা জেবিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন (ফ্রান্স), সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ (পর্তুগাল), যুব বিষয়ক সম্পাদক মাসুম আহমেদ (ফ্রান্স), সহ-যুব বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, সাহিত্য বিষয়ক সম্পাদক মাবরুল ইসলাম (ফ্রান্স), সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক আলাউদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেব চৌধুরী (ফ্রান্স), সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসুক উদ্দিন (ফ্রান্স)।

কমিটির  কার্যকরী সদস্যরা হলেন- ফখরুল ইসলাম (লন্ডন), আমির হোসেন আমু (স্পেন), দেলোয়ার হোসেন (ফ্রান্স), আব্দুল গফুর (ফ্রান্স), আব্দুস সামাদ রাজু (লন্ডন), মোসলেহ উদ্দিন (পর্তুগাল), সুমন দাস সুম (পর্তুগাল), ফখরুল ইসলাম লুৎফুর (ফ্রান্স), জহিরুল ইসলাম জাবেল (লন্ডন), শিব্বির আহমেদ (ফ্রান্স), শাহিনুর রহমান (লন্ডন), গোলাম জাকারিয়া (ইতালি), আব্দুল আজিজ (ইতালি), নজরুল ইসলাম (লন্ডন), বদরুল ইসলাম (লন্ডন), জাকির আহমেদ (ফ্রান্স), আব্দুল করিম (পর্তুগাল), তারেক হোসাইন (ফ্রান্স), রাসেল আহমেদ (ফ্রান্স), সন্তুষ দাস (ফ্রান্স), গৌস উদ্দিন (স্পেন), খায়রুল ইসলাম রুমন (লন্ডন), তারেকুল ইসলাম (লন্ডন), রাজেশ্বর চৌধুরী, ইমরুল ইসলাম (ফ্রান্স), শাহীন উদ্দিন সাইনু (ফ্রান্স), কাজল মিয়া (ফ্রান্স), আসাদ উদ্দিন ইফতেখার (লন্ডন), ময়েজ উদ্দিন, রাজু আহমেদ (ফ্রান্স), সায়েম উদ্দিন (ফ্রান্স), সুহেল আহমেদ (ফ্রান্স), মাজহারুল ইসলাম, সাইম উদ্দিন, জালাল খান (ফ্রান্স), নুমান আহমেদ (লন্ডন), শামস উদ্দিন লাভলু (লন্ডন), জামাল উদ্দিন (লন্ডন), জয়নুল ইসলাম (ফ্রান্স), কামাল খান (ফ্রান্স), সুমন আহমেদ (লন্ডন), জুয়েল মিয়া (লন্ডন), আসুক উদ্দিন (ফ্রান্স), এবাদুল ইসলাম (লন্ডন), সেলিম আহমেদ (ফ্রান্স), আব্দুল মালিক (পর্তুগাল), রুহেল আহমেদ, মইনুল ইসলাম, ওয়াদুদ তানভীর, খাইরুল ইসলাম, শাহাব উদ্দিন (পর্তুগাল), রুমন আহমেদ (পর্তুগাল), খালেদ আহমেদ (পর্তুগাল), নাসির উদ্দিন (পর্তুগাল), শরীফ আহমেদ (পর্তুগাল), নিজাম উদ্দিন (পর্তুগাল), লিয়াকত খান (গ্রিস), আতিক খান (গ্রিস), জুয়েল আহমেদ (স্পেন), জুবেল আহমেদ (স্পেন), জুবায়ের হাসান সুহেল (ফ্রান্স), লিমন আহমেদ (ফ্রান্স), ফখরুল ইসলাম (গ্রিস), ইমরুল ইসলাম (ফ্রান্স), জসিম উদ্দিন।

সিলেটভিউ২৪ডটকম/১৬ অক্টোবর ২০১৯/এমএএল/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক অন্যান্য দেশ খবর

  •   সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারে বিশ্ব সাংবাদিক ফোরাম ও নাগরিক সমাজের প্রতিবাদ
  •   স্পেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ
  •   ফিলিস্তিনিদের ওপর হামলায় স্পেনে বিক্ষোভ
  •   ফিনিশ সিটি কাউন্সিল নির্বাচনের লড়াইয়ে বাংলাদেশি মবিন
  •   স্পেনে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর উদযাপন
  •   স্পেনে ঈদুল ফিতর বৃহস্পতিবার
  •   স্পেনে প্রথম করোনা ভাইরাসের ভারতীয় স্ট্রেইন শনাক্ত
  •   স্পেনের রাজার কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ
  •   স্পেনে আঞ্চলিক নির্বাচনে বাংলাদেশীদের সমর্থন আদায়ে মাদ্রিদে প্রচারণা
  •   অপশক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহবান স্পেন আ.লীগের