আজ মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ইং

স্পেনে প্রথম করোনা ভাইরাসের ভারতীয় স্ট্রেইন শনাক্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-০৩ ১১:৩০:৪৯

কবির আল মাহমুদ, স্পেন : বিধ্বংসী মহামারীতে রূপ নেয়া কোভিড-১৯ এর ভারতীয় স্ট্রেন প্রথম বারের মতো স্পেনে শনাক্ত করা হয়েছে। পর্তুগালের সীমান্তের কাছাকাছি শহর স্পেনের গালিসিয়ায় অবস্থিত দেশটির বৃহত্তম মৎস বন্দর পোয়ের্তো দে ভিগো তে প্রথম কোভিড-১৯ এই পরিবর্তিত ভাইরাসটি সনাক্ত করা হয়। গত ২ মে সকালে যুক্তরাজ্য থেকে এই বন্দরে আসা সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কার্গো জাহাজের ক্রুদের শরীরের নমুনা পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। কার্গো জাহাজে থাকা ২২ জন ক্রুদের অধিকাংশই ভারতীয় ছিলো বলে জানা গেছে।

এ জন্য বন্দর কর্তিপক্ষ সতর্কতার সাথে উক্ত ক্রুদের পর্যবেক্ষণ করে। পরে তাদের শরীরে নমুনা পরীক্ষা করে স্পেনে প্রথম কোভিড-১৯ এর ভারতকে সংক্রমিত করা পরিবর্তিত স্ট্রেন সনাক্ত করে, যে সংক্রমনের ফলে সম্প্রতি ভারতে সর্বোচ্চ সংক্রমন ও মৃত্যুর রেকর্ড হয়। সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুসারে, ৫টি নমুনা পরীক্ষার মধ্যে ৩ টিতে পজিটিভ পেয়েছে বলে জানিয়েছে সেখানকার হাসপাতাল কর্তৃপক্ষ। পজিটিভ হিসেবে সনাক্ত হওয়া দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুজনই পুরুষ, বয়স ৬৮ ও ২৯ বছর। সর্বশেষ তথ্য অনুসারে তারা শারীরিকভাবে উন্নতির দিকে। এছাড়া বাকী যারা পজিটিভ হিসেবে সনাক্ত হয়েছেন, তারা সুস্থ আছেন বলে জানা গেছে।

ভিগো নৌবন্দরের কর্তৃপক্ষ ঐ দিন এক কনফারেন্সেস জানিয়েছে, হসপিটাল ইউনিভার্সিটি অব ভিগো এর মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে যথাযথ দ্রুততার সাথে এই পরীক্ষা করে ফলাফল জানিয়েছে।  বর্তমানে কর্তৃপক্ষ জাহাজটিকে লকডাউনের আওতায় রেখেছে এবং আগামী ১০ মে পর্য়ন্ত  এই লকডাউন বলবৎ থাকবে। তবে জাহাজ কর্তৃপক্ষ চাইলে কোন হোটেলে হোম কোয়ারেন্টাইন করার অনুমতি দিবেন বলেও জানিয়েছে নৌবন্দর কর্তৃপক্ষ।


সিলেটি ভিউ ২৪ ডটকম/পিটি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক অন্যান্য দেশ খবর

  •   সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারে বিশ্ব সাংবাদিক ফোরাম ও নাগরিক সমাজের প্রতিবাদ
  •   স্পেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ
  •   ফিলিস্তিনিদের ওপর হামলায় স্পেনে বিক্ষোভ
  •   ফিনিশ সিটি কাউন্সিল নির্বাচনের লড়াইয়ে বাংলাদেশি মবিন
  •   স্পেনে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর উদযাপন
  •   স্পেনে ঈদুল ফিতর বৃহস্পতিবার
  •   স্পেনের রাজার কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ
  •   স্পেনে আঞ্চলিক নির্বাচনে বাংলাদেশীদের সমর্থন আদায়ে মাদ্রিদে প্রচারণা
  •   অপশক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহবান স্পেন আ.লীগের
  •   হত্যা ও পুলিশি হামলার প্রতিবাদে স্পেন বিএনপির সভা