আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

ইতালিতে ‘বিশ্ব সিলেট উৎসব’ পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-৩০ ১৮:০২:৪৪

লন্ডন সংবাদদাতা ::  জালালাবাদ এসোসিয়েশন ইতালী’র উদ্যোগে ইতালির রোমে ‘বিশ্ব সিলেট উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (২৭ অক্টোবর) ইতালির রোম শহরের ঐতিহাসিক সান লিওনি চার্স হলে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।

জালালাবাদ এসোসিয়েশন ইটালী’র সভাপতি অলি উদ্দীন শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

অনুষ্ঠান উদ্বোধন করেন জালালাবাদ এসোসিয়েশন (ঢাকা) কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. এ. কে. আবদুল মুবিন।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইটালীর রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সভাপতি মুহিবুর রহমান মুহিব. সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লু, সহ সভাপতি আবুল কালাম আজাদ ছোটন, বাহরাইন জালালাবাদ এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি কয়েছ আহমেদ, জালালাবাদ এসোসিয়েশন ইতালী’র সাধারণ সম্পাদক সাব্বির আহমদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জালালাবাদ ত্রসোসিয়েশন ইউকে’র সহ সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, প্রচার, প্রকাশনা ও গণযোগাযোগ সম্পাদক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, দপ্তর সম্পাদক শামীম আহমদ, আন্তর্জাতিক বিষয়ক  শাহরিয়ার আহমদ সুমন, নির্বাহী সদস্যরা জাহাঙ্গীর খান, মোহাম্মাদ আব্দুল ওদুদ দীপক ও বাহার উদ্দিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র এবং ইতালীর অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের
পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

সিলেটীদের একটি সুন্দর মিলনমেলা উপহার দেয়ার জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়েছেন জালালাবাদ এসোসিয়েশন ইতালী’র নেতৃবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম / ৩০ অক্টোবর ২০১৯/ প্রেবি/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক অন্যান্য দেশ খবর

  •   সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারে বিশ্ব সাংবাদিক ফোরাম ও নাগরিক সমাজের প্রতিবাদ
  •   স্পেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ
  •   ফিলিস্তিনিদের ওপর হামলায় স্পেনে বিক্ষোভ
  •   ফিনিশ সিটি কাউন্সিল নির্বাচনের লড়াইয়ে বাংলাদেশি মবিন
  •   স্পেনে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর উদযাপন
  •   স্পেনে ঈদুল ফিতর বৃহস্পতিবার
  •   স্পেনে প্রথম করোনা ভাইরাসের ভারতীয় স্ট্রেইন শনাক্ত
  •   স্পেনের রাজার কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ
  •   স্পেনে আঞ্চলিক নির্বাচনে বাংলাদেশীদের সমর্থন আদায়ে মাদ্রিদে প্রচারণা
  •   অপশক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহবান স্পেন আ.লীগের