আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

চীনে ভূমিকম্পে ৬ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ১৮

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১৪ ১১:০৪:৪৪

সিলেটভিউ ডেস্ক :: চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ভূমিকম্পে অন্তত ৬ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় অর্ধলাখ মানুষ। আর আহত হয়েছেন ১৮ জন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় সোমবার (১৩ আগস্ট) ভূ-পৃষ্ঠ থেকে ৭ কিলোমিটার গভীরে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৫। এতে ৪৮ হাজার মানুষ আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের এক কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পের সময় আমার অফিসের বিভিন্ন জিনিস কাঁপতে থাকে। হঠাৎ একটি শব্দের পর দেখি আমার পানি বোতল মাটিতে পড়ে গেছে।

এদিকে ভূমিকম্পের আঘাতস্থল টংহাইয়ের সিজির উপশহরের অন্তত ৮০ শতাংশ ঘরবাড়ি ধ্বংস হওয়ার খবর মিলেছে। তবে এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর মেলেনি।

সিলেটভিউ২৪ডটকম/১৪ আগস্ট ২০১৮/ডেস্ক/আআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন