আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

ইন্দোনেশিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-০২ ০১:৩৬:৫৩

ইন্দোনেশিয়ার তিয়াকুরে স্থানীয় সময় ১০টা ২৭ মিনিটে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎসস্থলের গভীরতা ছিল ১৪০ কিলোমিটার। তিন থেকে পাঁচ সেকেন্ড স্থায়ী হয় সেই কম্পন। তবে এখনও পর্যন্ত সুনামির সতর্কবার্তা জারি করা হয়নি।

ভূমিকম্পের ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা যায়।

এদিকে যুক্তাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কার উপকূলীয় এলাকায় স্থানীয় সময় শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এ ভূমিকম্পের পর প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। ভূমিকম্পে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। তবে বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম।

শেয়ার করুন

আপনার মতামত দিন