আজ রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ ইং
সিলেটভিউ ডেস্ক :: ভারতে করোনাভাইরাসের একদিনে আরও সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৪১ জন।
ওয়ার্ল্ডোমিটারসের রোববারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৩ হাজার ৬১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ৩ লাখ ২৫ হাজার ৯৯৮।
এই সময়ে নতুন করে ১ লাখ ৭৪ হাজার ৪১ জনের দেহে করোনা সংক্রমণ হয়েছে। এখন পর্যন্ত সংক্রমণ সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ৪৭২ জনে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে দৈনিক ৪ লাখের বেশি সংক্রমণ এবং সাড়ে ৪ হাজারের বেশি মৃত্যু দেখেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই দেশটি। এ জন্য করোনার ভারতীয় ধরন অনেকাংশে দায়ী বলে মনে করা হচ্ছে।
তবে গত কয়েক দিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণ দুই লাখের নিচে থাকলেও মৃত্যু রয়েছে সাড়ে তিন হাজারের ওপরে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিাআচৌ-১০