আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুই ‘ডাকাত’ নিহত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২৩ ০৯:১৬:৪০

সিলেটভিউ ডেস্ক :: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন, যারা ডাকাত দলের সদস্য বলে দাবি করছে র‌্যাব।

রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সকুইচ্চাগাড়া আড়গাড়া রোডে এই গোলাগুলির ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোমস্তাপুর উপজেলার নন্দলালপুর গ্রামের পুলু মিয়ার ছেলে আতিক আলী (৩০) এবং ভোলাহাট উপজেলার বড়গাছি গ্রামের রাজিব (২৫)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, উপজেলার কুইচ্চাগাড়া আড়গাড়া রোডে ডাকাতির সময় র‌্যাবের একটি টহলদলের সঙ্গে ডাকাতদের গোলাগুলি হয়। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। দ্রুত উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গোলাগুলির সময় সেখানে থাকা চার থেকে পাঁচজন ডাকাত পালিয়ে যায়।

ঘটনাস্থলে থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব কর্মকর্তা মুরাদ। তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি বুলেট, তিনটি হাসুয়া, একটি চাইনিজ কুড়াল এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/২৩এপ্রিল২০১৮/ডেস্ক/আআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন