আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

অজানা রোগ, রাঙামাটিতে অসুস্থ ৩২

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৪ ১১:২৭:০২

সিলেটভিউ ডেস্ক :: অজানা রোগে আক্রান্ত হয়ে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ৩নং ফারুয়া ইউনিয়নের চাইন্দা পাড়ার ৩২ নারী-কিশোরী অসুস্থ হয়ে রয়েছেন। দীর্ঘদিন ধরে তারা অসুস্থ থাকলেও তাদের চিকিৎসা এখনো কেউ এগিয়ে আসেনি।

এ বিষয়ে চাইন্দা পাড়ার হেডম্যান সুনীল কান্তি দেওয়ান জানান, ২২ জুন স্কুলপডুয়া ১৪-১৭ বছরের সাত কিশোরী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এসময় এ সকল রোগীরা অস্বাভাবিক আচরণ করতে থাকে। শরীরে প্রচণ্ড খিঁচুনী দিয়ে তারা অচেতন হয়ে পড়ে। সচেতন হওয়ার পর তারা পূর্বের কোনো কথা মনে রাখতে পারছে না। পর্যায়ক্রমে গ্রামের আরো ২৫ কিশোরী ও নারী এ রোগে আক্রান্ত হয়। এ নিয়ে গ্রামে আতঙ্ক বিরাজ করছে।

হেডম্যান আরো বলেন, যারা বর্তমানে অসুস্থ তাদের পরিবারের নুন আনতে পানতা ফুরায়। তাদের অবস্থা এতো নাজুক যে চিকিৎসা করার মতো সামর্থ নেই। এসব রোগীদের চিকিৎসা সেবায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের তিনি আহ্বান জানান।

বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. হাবিবুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ১৩ সেপ্টেম্বর সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে রোগীদের নিবিড় পর্যবেক্ষণ করেছি।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে যা বুঝতে পেরেছি এটা একটা মানসিক সমস্যা। সুচিকিৎসা দিতে পারলে তারা ভালো হয়ে যাবেন।

সিলেটভিউ২৪ডটকম/১৪সেপ্টম্বর২০১৮/ডেস্ক/আআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন