আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

ভোট নষ্ট করবেন না, বুঝে-শুনে দেবেন: তিশা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-০৮ ১১:১৮:৫১

নিজের মূল্যবান ভোট নষ্ট না করার আহ্বান জানিয়ে তরুণের উদ্দেশ্যে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেছেন, আসন্ন নির্বাচনে আপনারা বুঝে শুনে ভোট দেবেন। কারণ দেশের উন্নতি হলে আপনারও উন্নতি হবে।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার গুলশানের হোটেল লেকশোরে 'তারুণ্যের ভোট উৎসব' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

গোলটেবিল বৈঠকটির আয়োজন করেছে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পত্রিকাটি সম্পাদক নঈম নিজাম। বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমানের সঞ্চালনায় উপস্থিত রয়েছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন।

অভিনেত্রী তিশা আরও বলেন, বিগত কয়েক বছরে দেশে অনেক উন্নতি হয়েছে। তবে উন্নতির কিন্তু কোনো শেষ নেই। তারুণ্য যত সক্রিয় হবে দেশ তত এগিয়ে যাবে। এজন্য তরুণদের ভোট নষ্ট না করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আপনার মতামত দিন