আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

কমিশন চায় আস্থার একটি পরিবেশ: সিইসি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১০ ১৪:৪২:৪৪

ফাইল ছবি

সিলেটভিউ ডেস্ক :: বৈষম্যের ঊর্ধ্বে থেকে প্রজ্ঞা ও মেধা খাটিয়ে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, আতঙ্ক নয়, কমিশন চায় আস্থার একটি পরিবেশ।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উদ্দেশে কে এম নুরুল হুদা বলেছেন, ‘আপনারা সাংবিধান ও আইনের ভিত্তিতে দায়িত্ব পালন করবেন। সুতরাং সাংবিধানিক দায়িত্ব ও স্বাধীনতার ক্ষেত্রে মূলত আজ থেকেই নির্বাচনী ডামাডোল শুরু হয়ে গেল। বাকিটা মাঠে আপনাদের দায়িত্ব। আপনি স্বাধীন, আপনি নিরপেক্ষ, আপনি বিচারক, বিচারকের মাইন্ড আপনাকে অ্যাপ্লাই করতে হবে।’

সংবিধান, জাতি, রাজনৈতিক দল ও ভোটারের কাছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন দায়বদ্ধ উল্লেখ করে সিইসি আরও বলেন, ‘নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে করবেন, সেটি আপনি আপনার মেধা, প্রজ্ঞা দিয়ে বিবেচনা করবেন।'



সিলেটভিউ২৪ডটকম/১০ ডিসেম্বর ২০১৮/ডেস্ক/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন