আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

আরও বেশি শিরোপা জিততে চান গ্রিয়েজমান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-১৭ ১১:১৮:৪০

সিলেটভিউ ডেস্ক :: ফাইনালে মার্শেইকে হারিয়ে তৃতীয় ইউরোপা লিগ জিতেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। জোড়া গোল করে বুধবারের এই ঐতিহাসিক জয়ের নায়ক আন্তোয়ান গ্রিয়েজমান। স্প্যানিশ সুপার কাপের পর ফুটবল ক্যারিয়ারে দ্বিতীয় কোনও শিরোপা হাতে নিলেন ফরাসি ফরোয়ার্ড। এমন সাফল্য আরও পেতে চান তিনি।

মার্শেইকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা উৎসবে উচ্ছ্বসিত গ্রিয়েজমান। এধরনের উৎসব আরও বেশি করে করতে চান তিনি। ২০১৪ সালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জেতা এই তারকা বলেছেন , ‘আমি ১৪ বছর বয়সে ঘর ছেড়েছি, কারণ আমি অনেক শিরোপা জিততে চেয়েছিলাম। স্প্যানিশ সুপার কাপের পর এটি দ্বিতীয় শিরোপা। আশা করি আরও অনেক বেশি আসবে।’

জোড়া গোলের সঙ্গে ৮৯তম মিনিটে গাবির গোলেও ছিল গ্রিয়েজমানের পরোক্ষ অবদান। অনায়াসে জিতলেও ২৭ বছর বয়সী ফরোয়ার্ড প্রতিপক্ষকে খাটো করেননি, ‘মার্শেই আক্রমণাত্মক একটা দল। তারা অনেক খাটে। আমরা আমাদের কাজটা করেছি, ভালোভাবে প্রতিহত করেছি। তারা খুব কঠিন দল ছিল। তাদের ভুলের ফায়দা আমরা নিয়েছি।’

শোনা যাচ্ছে, ১০ কোটি ইউরো রিলিজ ক্লসে গ্রিয়েজমানকে চুক্তি করবে বার্সেলোনা। কিন্তু অ্যাতলেতিকোর জেনারেল ম্যানেজার ক্লেমেন্তে ভিয়াভেরদে তাকে না ছাড়তে সব চেষ্টা করা হচ্ছে জানালেন, ‘আন্তোয়ান দারুণ করছে, সেটা সে পরিষ্কার (বুধবার) করে বুঝিয়ে দিলো। এখানে তার চুক্তি আছে, আমরা তাকে রেখে দিতে চাই। আমরা সব চেষ্টা করছি এজন্য।’

সিলেটভিউ২৪ডটকম/১৭ মে২০১৮/ডেস্ক/আআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন