আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ৭ জুলাই

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২৫ ০০:২৮:৩৯

বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হবে আগামী ৭ জুলাই। এদিন পাপুয়া নিউ গিনির বিপক্ষে মাঠে নামবে সালমারা। বাংলাদেশের গ্রুপের অন্য দুই দল হলো স্বাগতিক নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত। অন্য গ্রুপে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের সঙ্গী থাইল্যান্ড ও উগান্ডা।

আট দলের এই বাছাই পর্ব শেষ হবে ১৪ জুলাই। এখনা থেকে ফাইনালিস্টি দুই দল পাবে আগামী ৯ থেকে ২৪ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট।

এদিকে, টুর্নামেন্ট শুরুর আগে আগামী ৫ জুলাই স্কটল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ৭ তারিখ পাপুয়া নিউ গিনির বিপক্ষে মাঠে নামার পর ৮ জুলাই টাইগ্রেসরা মুখোমুখি হবে স্বাগতিক নেদারল্যান্ডসের। আর ১০ জুলাই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

শেয়ার করুন

আপনার মতামত দিন