আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সালাহ'র চোট নিয়ে যা বললেন রামোস

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২৮ ০০:৪৬:৫৪

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো শরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। তবে লিভারপুল তারকা মোহাম্মদ সালাহর ইনজুরির জন্য দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমল সমালোচনার মুখে পড়েছেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন রামোস। সালাহর সুস্থতা কামনা করে টুইট করেছেন রিয়াল অধিনায়ক।

রামোস টুইটে লিখেছেন, ফুটবল কখনও আমাদের ভালো কিছু দেখায়, কখনও খারাপ। কিন্তু সবশেষে আমরা ফুটবলেরই কাছাকাছি থাকি। দ্রুত সুস্থ হয়ে ওঠো মো. সালাহ।

শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লেখার মাত্র ৩১ মিনিটে রামোসের ট্যাকলে গুরুতর ইনজুরিতে পড়েন মিশরকে বিশ্বকাপে নেয়া তারকা ফুটবলার সালাহ। চোখের জলে মাঠ থেকে বিদায় নেন তিনি। শঙ্কা জাগে আগামী মাসে বিশ্বকাপে তার খেলা না খেলা নিয়ে।

শেয়ার করুন

আপনার মতামত দিন