আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

ব্যাটিংয়ের ধরন নিয়ে কেউ প্রশ্ন করবেন না: তামিম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-২১ ১৭:২০:২১

সিলেটভিউ ডেস্ক :: বাংলাদেশের অন্যতম সফলতম ব্যাটসম্যান তামিম ইকবাল। তবে সাদা বলের ক্রিকেটের তার স্ট্রাইক রেট এবং ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রায়ই প্রশ্ন তোলা হয়। এসব প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছেন ওয়ানডে অধিনায়ক। তাই এরপর আর এমন প্রশ্ন শুনতে চান না বলে সাফ জানিয়ে দিলেন তামিম।

আজ দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমার ব্যাটিংয়ের ধরন নিয়ে আমি অনেকবার কথা বলেছি। কিন্তু এটা তো থামার লক্ষণ দেখা যাচ্ছে না। প্রশ্ন আসছেই। গত চার-পাঁচ বছর ধরে আমি যেভাবে খেলে আসছি, সেভাবেই খেলবো। আমি এভাবে খেলেই সফল। এ বিষয়ে আর কিছু বলার নেই। সবাইকে আমার অনুরোধ, এটা নিয়ে আর কেউ প্রশ্ন করবেন না। ’

তামিমের পক্ষে অবশ্য শক্ত যুক্তি আছে। কারণ ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত তিনি ৭৮টি ওয়ানডে খেলে ৩৪৮১ রান করেছেন ৫০-এর বেশি গড়ে। এই সময়ে তার স্ট্রাইক রেট ৮০। ওয়ানডে ক্যারিয়ারের ১৩টি সেঞ্চুরির ৯টিই এসেছে গত পাঁচ বছরে। অথচ অভিষেকের পর থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৩৫ ম্যাচ খেলে তিনি ৩৯৭১ রান করেছেন, ২৯.৮৫ গড় ও ৭৮ স্ট্রাইক রেটে।



সিলেটভিউ২৪ডটকম/বিডিপ্রতিদিন/এসডি-১০

শেয়ার করুন

আপনার মতামত দিন