আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

করোনাভাইরাসে আক্রান্ত সুজন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-২২ ১৩:৩২:২৩

সিলেট ভিউ ডেস্ক :  ক্রীড়াঙ্গনে করোনার হানা নতুন নয়। তবে এবার যোগ হলো নতুন মাত্রা। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং সাবেক বাংলাদেশ অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ফিরে কোয়ারেন্টাইনে ছিলেন সুজন। কোয়ারেন্টাইন মুক্ত হয়ে ঈদের আগে দলীয় অনুশীলনে যোগও দিয়েছিলেন তিনি। তবে ঈদের পর থেকেই অসুস্থতা অনুভব করেন সাবেক এই ক্রিকেটার। এজন্য জাতীয় দলের টিম লিডার হিসেবে যোগ দিতে পারেননি। গতকাল (শুক্রবার) সুজনের হোটেলে ওঠার কথা ছিল, তবে করোনাভাইরাস পরীক্ষায় জানা যায়- তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

এদিকে আগামীকাল থেকেই শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। যেকোনো সময়ের জন্য বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য হলেন সুজন। করোনা আক্রান্ত হওয়ার কারণে আপাতত কোয়ারেন্টিনে থাকবেন তিনি। ফলে আসন্ন সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল।

সিলেট ভিউ ২৪ ডটকম/ পিটি-২৪

শেয়ার করুন

আপনার মতামত দিন