আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

অ্যাডভোকেট খন্দকার মোবাশ্বির আলীর মৃত্যুতে জনতা পার্টির শোক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-১৬ ১১:৫৩:৫৮

সিলেট :: জাতীয় জনতা পার্টির অন্যতম সদস্য, সিলেট বিভাগীয় সমন্বয়কারী, সিলেট জেলা বারের প্রবীণ আইনজীবী, অ্যাডভোকেট খন্দকার মোবাশ্বির আলী রোববার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে সিলেট নগরীর ভার্থখলার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। ঐদিন বাদ আছর ভার্থখলা জামে মসজিদে জানাজার নামাজ শেষে লাশ দাফন করা হয়।

তিনি বালাগঞ্জ উপজেলার তালতলা গ্রামের মরহুম খন্দকার আইয়ূব আলীর পুত্র।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অ্যাডভোকেট খন্দকার মোবাশ্বির আলীর মৃত্যুতে জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী হিরু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা আমিনুল হক ভুঁইয়া এক যুক্ত বিবৃতিতে মরহুমের রূহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান।

জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতা মরহুম জেনারেল এম.এ.জি ওসমানীর ঘনিষ্ঠ ভাজন ব্যক্তিত্ব ও সিলেট জেলা বারের প্রবীন আইনজীবী, বিশিষ্ট রাজনীতিবিদ খন্দকার মোবাশ্বির আলীর মৃত্যুতে জাতীয় জনতা পার্টির সিলেট জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী, সাধারণ সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, সহ-সভাপতি অধ্যক্ষ এম.এ মুহিত, ডাক্তার রাজা মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়ব আলী, মুক্তিযোদ্ধা কছির আলী, মহানগর সভাপতি সাবের সফফাত জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, সাংবাদিক নজরুল ইসলাম এক যৌথ বিবৃতিতে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান।

সিলেটভিউ২৪ডটকম/ ১৬ এপ্রিল ২০১৮/ প্রেবি/ এক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন