আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

কান্দিগাঁও ইউনিয়নে ৪টি পাকা রাস্তার উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২০ ১১:০১:১৪

সিলেট :: সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ বলেছেন, এ সরকারের সময় গ্রামীণ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। এটা অস্বীকার করার কোন উপায় নাই। ২০ বছর আগে যে সকল এলাকা দিয়ে বাইসাইকেল নিয়ে যাওয়া যেত না, সে সকল এলাকায় এখন বড় বড় গাড়ী নিয়ে যাওয়া যাচ্ছে। দেশ একটি উন্নত দেশের দিকে অগ্রসর হচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারকে আবার ক্ষমতায় নিয়ে আসতে সবাইকে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাছিরপুর, সুজাতপুর, মিরেরগাঁও গ্রামের ৪ টি পাকা রাস্তার উদ্বোধনী ফলক উন্মোচন ও হেরা কলা গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন শেষে ক্যামব্রীজ ইন্টারন্যাশনাল স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মনা উল্লার সভাপতিত্বে জেলা স্বেচ্ছাসেবকলীগের কার্যকরী কমিটির সদস্য মোস্তফা উল্লার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউ/পি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, জেলা যুবলীগ নেতা এস এম সায়েস্তা তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম আলী, শামসুল হক,  ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতিন মিয়া, সাধারণ সম্পাদক নূর আহমদ, সায়েস্তা মিয়া মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ সম্পাদক শাহজাহান, প্রভাষক সেলিম আহমদ, মতলিব মিয়া মোতাওয়াল্লী, এমাদ উদ্দিন মোতাওয়াল্লী, মকবুল মিয়া, আব্দুল মুতলিব, মখলিছ মিয়া, আব্দুল হক, চান মিয়া, আইয়ব আলী, কালা মিয়া, আব্দুল জলিল, আব্দুল হামিদ, সাবেক ছাত্রলীগ নেতা ময়নুল ইসলাম, জালালাবাদ থানা ছাত্রলীগের সহ সভাপতি আমিন আহমদ, আব্দুল করিম বাইচ্চু, গফফার মিয়া প্রমূখ।

শুরুতে পবিত্র কোর আন থেকে তেলাওয়াত করেন ক্বারি আব্দুল কাদির।

সিলেটভিউ২৪ডটকম/২০ এপ্রিল ২০১৮/প্রেবি/এক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন