আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

শাবিতে সাস্ট-এসডি'র নবীনবরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২১ ১২:১২:৫১

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিতর্ক সংগঠন সাস্ট স্কুল অব ডিবেট (সাস্ট-এসডি) এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এই নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি চৌধুরী জুনায়েদ হাসনাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মো. আদনান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ফারুক উদ্দিন, মডারেটর অধ্যাপক ড. আলমগীর তৈমুর।

এসময় আরো বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি মাজহারুল বিল্লাহ লোচন, আবু হামজা ইবরাহীম, সাবেক সভাপতি কাজী খায়রুন নাহার মিতু, সাবেক সহ-সভাপতি আরাফ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মকবুল চৌধুরী অমিত, সাবেক অর্থ সম্পাদক ফাহমিদা খান ঊর্মি প্রমুখ। বক্তব্য শেষে বিতর্ক কর্মশালা ও শো ডিবেটের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৯ মার্চ ‘তবুও উড়বে ফিনিক্স, যুক্তির দ্রোহী আকাশে’ শ্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করে সাস্ট স্কুল অব ডিবেট।

সিলেটভিউ২৪ডটকম/২১ এপ্রিল ২০১৮/জেডএম/এক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন