আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে “দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমুলক” কর্মশালা শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২৬ ২০:১৫:১৫

সিলেট :: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির সিলেট সার্কেটের উদ্যোগে পেশাজীবী গাড়ি চালকদের “দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমুলক” ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার সকাল ৯টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বিআরটিএ সিলেট বিভাগের উপপরিচালক (ইঞ্জি.) মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির পরিচালক (প্রশিক্ষণ) মো. সিরাজুল ইসলাম।

এ সময় তিনি বলেন, একজন চালক হলেন গাড়ির সব যাত্রির প্রানকর্তা। গাড়ী চালকের হাতে সমস্ত যাত্রীদের জান মাল নির্ভর করে। সামান্য একটু অসচেতনার জন্য ঘটে যেতে পারে অনেক বড় ধরনের বিপদ। তাই ধীর স্থিরভাবে ট্রাফিক আইন মেনে চালকদের গাড়ি চালানোর নির্দেশ দেন। পাশাপাশি দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদানেরও পরামর্শ দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআরটিএ সিলেট বিভাগের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. ডালিম উদ্দীন, সহকারী পরিচালক (ইঞ্জি.) কে.এম মাহাবুব কবির, সিলেট জেলা পুলিশের ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর তপন তালুকদার। বিআরটিএ সিলেট সার্কেলের মোটরযান পরিদর্শক মোহাম্মদ জমির হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিআরটিএ সিলেট সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আব্দুল­াহ আল মামুন।

সিলেটভিউ২৪ডটকম/২৬ এপ্রিল ২০১৮/প্রেবি/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন