আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

কুলাউড়া বিএনপির ৪০ নেতাকর্মীর জামিন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২৬ ২০:৩৮:৪৩

কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়ার পুলিশ এসল্ট মামলায় আটক ৪০ বিএনপি নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছে আদালত। প্রায় ১৭ দিন মৌলভীবাজার কারাভোগের পর জেল মুক্তি পেলেন তারা।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাদীপক্ষের আইনজীবি  মুজিবুর রহমান মুজিব তাদের জামিন আবেদন করলে মৌলভীবাজার জেলা দায়রা জজ আদালত এই জামিন মঞ্জুর করেন। মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি এড আবেদ রাজা জামিনের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গত ৯ এপ্রিল কুলাউড়ায় একটি পুলিশ এসল্ট মামলার হাজিরা দিলে মৌলভীবাজার চীফ জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ১৩ ফেব্রুয়ারি দুপুরে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে কুলাউড়া পৌরসভার সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সেই ঘটনায় ৫ পুলিশ আহত মর্মে একইদিন রাতে উপ-পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে ৫১ বিএনপি নেতাকর্মীদের নাম উল্লেখ করে পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করেন।

সিলেটভিউ২৪ডটকম/২৬ এপ্রিল ২০১৮/সাআ/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন