আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই মিলবে ভারতীয় ভিসা!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-১৫ ০০:২৭:৫৬

সিলেট :: সিলেট বিভাগ থেকে পর্যটকদের জন্য ভারতে যাতায়াত সহজ করতে ভিসা আবেদনকারীরা কোনো আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে সরাসরি তাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন।  আগামী ২০ মে থেকে এই সুযোগ পাবেন আবেদনকারীরা। 

সিলেট ছাড়াও ময়মনসিংহ ও বরিশাল বিভাগের আবেদনকারীরাও এই সুবিধা পাবেন।

ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে সিলেটসহ তিন বিভাগের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে সকাল ৮টা থেকে ১২টার মধ্যে আবেদনকারীরা তাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন।

এতে আরো জানানো হয়, ভ্রমণ ছাড়া অন্যান্য ভিসা ক্যাটাগরি যেমন- মেডিকেল ভিসা, ব্যবসা, সম্মেলন ও অন্যান্য ভিসা আবেদন আগের মতোই সরাসরি জমা দেওয়া যাবে। এ ছাড়া প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের জন্য সরাসরি অন্য কাউন্টারে আবেদনপত্র জমাদান বলবৎ থাকবে। ভ্রমণ ভিসার জন্য ভারতে ভ্রমণের নিশ্চিত টিকেট জমাদানের প্রয়োজন হবে না।

এর আগে ২০১৭ সালের ৯ জুলাই চট্টগ্রাম ভিসা আবেদন কেন্দ্রে এ সুবিধা চালু করা হয়। একই বছরের ১০ সেপ্টেম্বর এ সুবিধা চালু হয় রাজশাহী ও রংপুরে। এছাড়া রাজধানীর মিরপুর রোডের ভিসা আবেদন কেন্দ্রে ১০ অক্টোবর এ সুবিধা চালু হওয়ার পর এবার তা যুক্ত হলো সিলেট, ময়মনসিংহ ও বরিশালে।

সিলেটভিউ২৪ডটকম/১৫ মে ২০১৮/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন