আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে কারানির্যাতিত আ. লীগ নেতাকর্মীদের মিলনমেলা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-১৫ ০২:৪৭:৪৩

নিজস্ব প্রতিবেদক :: ২০০৭ সালের ১৪ মে জরুরী অবস্থা চলাকালে বটেশ্বরে একটি সামাজিক অনুষ্ঠান থেকে গ্রেফতার হওয়া সিলেটের আওয়ামী পরিবারের ৪০ নেতাকর্মীদের মিলনমেলা বসেছিল সোমবার। গ্রেফতার হওয়ার ১১ বছর পর এই দিন উপলক্ষ্যে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজন করা হয় স্মৃতিচারণ অনুষ্ঠানের।

সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হকের সভাপতিত্বে ও মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহ সভাপতি আব্দুল খালিক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম।

অনুষ্ঠানে ২০০৭ সালের ১৪ মে গ্রেফতার হওয়া ৪০ জন নেতাকর্মীদের বেশীরভাগই উপস্থিত ছিলেন। তারা তাদের বক্তব্যে সেদিন গ্রেফতার হওয়া, পরবর্তীতে দীর্ঘদিন কারাবরণ এবং মুক্তিলাভের ঘটনার স্মৃতিচারণ করেন।

এছাড়া সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/১৫ মে ২০১৮/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন