আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ছাতকে ইউপি চেয়ারম্যানের বিরুেদ্ধে খামখেয়ালিপনার অভিযোগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-১৫ ১১:০৪:৩০

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে খামখেয়ালিপনা থেকে বাঁচতে ও নির্বিঘ্নে দায়িত্ব পালনের দাবিতে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দিয়েছেন পরিষদের কয়েকজন সদস্য।

উপজেলার সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেলের বিরুদ্ধে পৃথক অভিযোগগুলো করেন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মোফাজ্জল হোসেন, ইউপি সদস্য আজিজুর রহমান শান্ত, মাসুক মিয়া ও কমর আলী।

অভিযোগ থেকে জানা যায়, সিংচাপইড় ইউপি চেয়ারম্যান সাহেল পরিষদের ২, ৪, ৫ ও ৮নং ওয়ার্ডের ভিজিএফ, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের  জোরপূর্বক রেজুলেশন করে ঐসব ওয়ার্ডের ইউপি সদস্যদের না জানিয়ে নিজের পছন্দের লোক দিয়ে বাস্তবায়ন করাচ্ছেন।

এছাড়া প্রায়ই তিনি পরিষদের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরণের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এসব থেকে পরিত্রান পেতে ও একজন জনপ্রতিনিধি হিসাবে নির্বিঘ্নে নিজেদের দায়িত্ব পালন এবং তাদের জীবনের নিরাপত্তার দাবিতে তারা জেলা প্রশাসক বরাবরে অভিযোগ প্রদান করেন, যার অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার ছাতক, এলজিইডি অফিস ছাতক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে পাঠানো হয়।

সিলেটভিউ২৪ডটকম/১৫ মে ২০১৮/এমএ/এক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন