আজ বুধবার, ০৮ মে ২০২৪ ইং

কমলগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ে টিফিন বক্স ও ওয়াটার পট বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-১৬ ১৬:২৬:৪৯

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মিড ডে মিল শতভাগ নিশ্চিতকরণের লক্ষ্যে টিফিন বক্স ও ওয়াটার পট বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীর মাঝে বিতরন করা হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইবুংতন সিংহের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোশারফ হোসেন, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা,  ইউ.আর.সি, ইন্সট্রাক্টর এস.এম.ফয়সাল আহমেদ, আদমপুর ইউপি সদস্য মনিন্দ্র কুমার সিংহ।
এছাড়াও উপস্থিত শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক মামুনুর রশিদ ভুঁইয়া, প্রধান শিক্ষক মোশাহিদ আলী, প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, প্রধান শিক্ষক নূর উদ্দিন, প্রধান শিক্ষক নূরুল ইসলাম, প্রধান শিক্ষক শাহাজ উদ্দিন, প্রধান শিক্ষক অরুন কুমার সিংহ, প্রধান শিক্ষক সবুর মিয়া, সাংবাদিক শাব্বির এলাহী।
স্বাগত বক্তব্য রাখেন কৃষ্ণচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/১৬ জুলাই ২০১৮/জআ/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন