আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

সরকার পতনের আন্দোলন সিলেট থেকেই শুরু হবে: মেয়র অরিফ

সম্মিলিত পেশাজীবি পরিষদ এর ইফতার মাহফিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-১৮ ২১:৫৬:৫১

সিলেট :: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের হয়রানীমূলক আচরণে সাধারণ মানুষ অতিষ্ঠ। মানুষ ব্যক্তি স্বাধীনতা ও সুন্দর পরিবেশে বেঁচে থাকার অধিকার চায়। সে অধিকার খর্ব করেছে জোরপূর্বক সরকার। অধিকার আদায় করতে আন্দোলনের বিকল্প নাই। আন্দোলনের মধ্যদিয়ে ন্যায্য অধিকার আদায় করতে হবে। পবিত্র রমজান মাসেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগারে অবস্থান করতে হচ্ছে। উচ্চ আদালত জামিন মঞ্জুর করার পরেও তিনি মুক্তি পাচ্ছেন না। সুবিধা অনুযায়ী চিকিৎসা থেকেও বঞ্চিত রয়েছেন। তাই সরকার পতনের আন্দোলন পবিত্র মাটি সিলেট থেকেই শুরু হবে এবং সধারাণ মানুষ এই আন্দোলনকে সমর্থন করবে।

শুক্রবার বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেট শাখার উদ্যেগে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট নগরীর দরগা গেইটস্থ হোটেল হলিসাইড এর হলরুমে ইফতার পূর্ব আলোচনা সভায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেট এর আহবায়ক ডা. মোঃ শামীমুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন।

পেশাজীবি পরিষদ সিলেট এর সদস্য সচিব অধ্যাপক ডা. মোঃ শাহনেওয়াজ চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা সধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল, ডা. মোঃ মোসাদ্দেক চৌধুরী, অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন, সিকৃবির প্রফেসর ড. রাশেদ হাসনাত, অ্যাডভোকেট মো. অতিকুর রহমান শাবু, শবিপ্রবি’র অধ্যাপক ড. আশরাফ উদ্দিন, অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, বিশিষ্ট সাংবাদিক মোঃ বদরুদ্দোজা বদর সহ ডাক্তার, প্রকৌশলী, আইজীবি, কৃষিবিদ, সাংবাদিক, বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকগন মাহফিলে উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/১৮ মে ২০১৮/প্রেবি/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন