আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

কন্ঠশিল্পী হিমাংশু বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২১ ২১:৪০:৩৮

নিজস্ব প্রতিবেদক :: বিশিষ্ট সংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা হিমাংশু বিশ্বাস গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হচ্ছে।

রবিবার (২১ মে)  রাতে হৃদরোগ আক্রান্ত হয়ে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ (সোমবার) তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত সিলেটভিউ২৪ডটকমকে জানান, হিমাংশু বিশ্বাসের হৃদরোগে ভুগছেন। চিকিৎসকরা দ্রুত তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

সোমবার সকালে হাসপাতালে হিমাংশু বিশ্বাসকে দেখতে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি উন্নত চিকিৎসার জন্য (আইসিইউ) সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় প্রেরণের উদ্যোগ নেন।

হিমাংশু বিশ্বাসের সুস্থতা কামনায় আর্শিবাদ কামনা করেছেন তাঁর পরিবার।

সিলেটভিউ২৪ডটকম/২১ মে ২০১৮/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন