আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

তাহিরপুরে নারী শ্রমিক নিখোঁজ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২৪ ১৩:৫১:৩০

সিলেটভিউ ডেস্ক :: সুনামগঞ্জের তাহিরপুরে রক্তি নদীতে বাল্কহেডের ধাক্কায় বালু পাথর শ্রমিক পরিবহনকারী নৌকা ডুবে এক নারী শ্রমিক নিখোঁজ হয়েছেন। আহত হয়েছেন আরও ১০জন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বালিজুড়ি ইউনিয়নের বালিজুড়ি বাজার হইতে ২শ গজ দক্ষিণে রক্তি নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁখের  নাম হ্যাপি আক্তার (৩০)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফুলবরি গ্রামের মহব্বত আলীর স্ত্রী। গুরুতর আহতদের মধ্যে ফুলবরি গ্রামের ইব্রাহিম আলীর পুত্র সৈয়দ আলী ও আরব আলীর পুত্র জুয়েল মিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন বালিজুড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল ওয়াহিদ।

স্থানীয়রা জানান, বুধবার সারাদিন যাদুকাটা নদীতে বালুপাথর উত্তোলন শেষে ৩০ জনের বহনকারী নৌকাটি ফুলবরি গ্রামের দিকে যাচ্ছিল। এসময় পেছন দিকে একটি খালি বাল্কহেড নৌকাটিকে ধাক্কা দিলে পানিতে তালিয়ে যায়। উদ্ধারকাজে সরকারি কোন সংস্থাকে দেখা যায়নি। দুর্ঘটনার পর বাল্কহেডের মাঝিরা রক্তি নদীতে বাল্কহেডটি ফেলে পালিয়ে যায়।

সিলেটভিউ২৪ডটকম/২৪ মে ২০১৮/ডেস্ক/এক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন