আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

না ফেরার দেশে সুনামগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২৭ ০০:১৫:২০

ছাতক প্রতিনিধি :: ছাতক শহরের নোয়ারাই গ্রামের বাসিন্দা, সুনামগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

শনিবার দুপুর ১টা ৫মিনিটে সিলেট নগরীর নূরজাহান ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার তারাবী নামাযের শেষে শাহাজালাল (রঃ) মাজার দরগা মসজিদের সামনে যানাজা শেষে দরগা সংলগ্ন কবরস্থানে মরহুমের দাফন করা হয়।

৭ম বিসিএসের এই কর্মকর্তা ১৯৮৭ সালের ছাতক ডিগ্রি কলেজে অধ্যাপনার মধ্য দিয়ে শিক্ষাবিভাগে প্রবেশ করেন। পরবর্তীতে তিনি কক্সবাজার সরকারি কলেজ, সিলেট সরকারি কলেজ, বৃন্দাবন সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে শিক্ষকতা করেন। সর্বশেষ তিনি অধ্যক্ষ হিসেবে পদোন্নতি পেয়ে সুনামগঞ্জ সরকারি কলেজে যোগদান করেন।

অধ্যক্ষ আব্দুস সাত্তারের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ পৌর সভার মেয়র নাদের বখ্ত, ছাতক উপজেলা আ.লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য আফজাল হুসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ছাতক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা ন্যাপের সাধারন সম্পাদক আব্দুল ওদুদ প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মর মাগফেরাত কামনা করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/২৭ মে ২০১৮/এমএ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন