আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে স্বপ্নতরি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-১৩ ১৬:০৫:২৩

সিলেট :: ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের নতুন কাপড় এই খুশির মাত্রাকে বাড়িয়ে দেয় বহুগুন। শিশুদের জন্য ঈদের কাপড়ের রয়েছে ভিন্ন মাহাত্ম্য। ঈদের আনন্দের সবচেয়ে বেশি দাবিদার শিশুরাই। কিন্তু আমাদের চারপাশে এমন অনেক শিশু রয়েছে যাদের দৈনন্দ্যিন জীবনের চাহিদাগুলোই থাকে অপূর্ণ।

‘সুবিধাবঞ্চিত শিশুদের মুখেও ফুটুক ঈদের হাসি-সিজন ৫’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  দুই দিনব্যাপী শতাধিক দরিদ্র ছেলেমেয়ের মধ্যে সিলেট নগরীর আম্বরখানা, জিন্দাবাজার ও মেজরটিলা এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের জামা বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নতরি।

নতুন পোশাক পেয়ে উচ্ছ্বসিত শিশুদের একজন ৫ বছর বয়সী বিউটি। সে জানায়, বাবা-মার কাছ থেকে ঈদে কোন জামা সে পায় নি। তাই নতুন জামা পেয়ে সে খুবই আনন্দিত।

স্বপ্নতরি সংগঠনের সভাপতি ইমরান মুহাম্মদ বলেন, শিশুদের মুখে হাসি ফুটানোর জন্যই প্রতিবারের মতো এবারে ইভেন্ট আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। স্বপ্নতরি  সংগঠন শুধু মাত্র পথ শিশুদের জন্য। আমরা সব সময় পথ শিশুদের মুখে হাসি এবং তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে কাজ করব।

এসময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক রুহুল আমিন। উপস্থিত ছিলেন রফিক মিয়া, মখছুস আহমেদ, টিপু সুলতান, রোকসানা বেগম, ওমর ফারুক, লিমন, সালমান খায়ের মুন্না, আব্দুর রহমান, শামীম, প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ ১৩ জুন ২০১৮/ প্রেবি/ এমইউএ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন