আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ফেঞ্চুগঞ্জ ডাইকের বাজার সড়ক রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-১৭ ২১:২১:০৩

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: বন্যার পানি বাড়ার সাথে সাথে নানা দুর্ভোগ দেখা দিচ্ছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়। সম্প্রতি কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১০৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদী ভাঙ্গন আঘাত করেছে ফেঞ্চুগঞ্জ ডাইকের বাজার সড়কে।

ডাইকের বাজার নোয়াগাও এলাকায় সড়ক রক্ষায় তাৎক্ষণিক উদ্যোগী চান্দপুর সিএনজি অটোরিকশা শাখা। শাখার অর্থায়নে সড়কটিতে বাধ ও ইট-সুড়কি দিয়ে সংস্কার করে আপাতত রক্ষা করেন তারা।

সংস্কার কাজে ব্যক্তিগত তহবিল দিয়ে অংশ নেন ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা ইউনিয়ন চেয়ারম্যান আহমেদ জিলু, ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, চান্দপুর সিএনজি অটোরিকশা শাখার নেতৃবৃন্দ ও অন্যান্য ইউপি সদস্যরা।

এরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা বলেন, সরকারি উদ্যোগের অপেক্ষা না করে এভাবে মানুষ মানুষের জন্য এগিয়ে আসলে দুর্যোগ মোকাবিলা সম্ভব।

সিলেটভিউ২৪ডটকম/১৭ জুন ২০১৮/এফইউ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন