আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

শিবগঞ্জে স্কুলছাত্র খুনের ঘটনায় টিলাগড় থেকে একজন আটক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-১৭ ২২:০০:৪৭

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর শিবগঞ্জে স্কুলছাত্র হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে টিলাগড় থেকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তির নাম ফয়েজ। সে সিলেট নগরীর টিলাগড়স্থ বটেরতল এলাকার বাসিন্দা।

শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন সিলেটভিউকে জানান, স্কুলছাত্র মশিউর রহমান তাহমিন হত্যাকান্ডে সন্দেহভাজন হিসেবে ফয়েজকে রবিবার রাত সাড়ে আটটার দিকে টিলাগড় থেকে আটক করা হয়েছে। বর্তমান তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি। তবে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটক করতে চেষ্টা চলছে বলে জানান ওসি আখতার।

এর আগে হত্যাকান্ডের পরপরই জিজ্ঞাসাবাদের জন্য নিহত তাহমিনের বন্ধু রাফাত হোসেনকে হেফাজতে নিয়েছে শাহপরাণ থানা পুলিশ। শনিবার (১৬ জুন) রাত থেকেই রাফাতকে পুলিশ হেফাজতে রেখে হত্যাকান্ডের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

উল্লেখ্য যে, পবিত্র ঈদুল ফিতরের দিন (১৬ জুন) সন্ধ্যায় কয়েকজন বন্ধু তাহমিনকে বাসা থেকে ডেকে নেয়। রাত ১০টার দিকে সিলেট নগরীর শিবগঞ্জ মিতালি ফার্মেসির উল্টোদিকের গলির ভেতরে কয়েকজন মিলে তার গলা ও গালে ছুরিকাঘাত করে। এসময় তাহমিন দৌড়ে মিতালি ফার্মেসির সামনে এসে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

এদিকে,  ছুরিকাঘাতে হত্যার দৃশ্য সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে।  সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে, কয়েকজন ছেলে দৌড়ে পালাচ্ছে। ঘটনা রাস্তার ওপারে হওয়ায় দৃশ্যটি সিসিটিভিতে আসেনি। তবে রাস্তার বিপরীত দিকে কিছু একটা ঘটছে, তা উপস্থিত মানুষের ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছে।

সিসিটিভি ফুটেজে গলায় ক্ষত নিয়ে তাহসিনের বাঁচার প্রচেষ্টার পাশাপাশি হামলাকারীদের পালিয়ে যাওয়ার দৃশ্যও ধরা পড়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১৭ জুন ২০১৮/ডিজেএস/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন