আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ফেঞ্চুগঞ্জে বন্যায় প্রধান সড়ক প্লাবিত, অনেকে পানিবন্দী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-১৮ ২০:৪৭:২৪

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যা বিস্তৃতি লাভ করছে। কুশিয়ারা নদীর পানি বাড়ার সাথে সাথে প্লাবিত হয়েছে ফেঞ্চুগঞ্জ সদরের প্রধান সড়ক। এতে যাতায়াত দুর্ভোগে পড়েছেন জনসাধারণ। ফেঞ্চুগঞ্জের সাথে এশিয়ান হাইওয়েরর যোগাযোগ সড়কটি প্লাবিত হওয়ায় আশংকায় আছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে বন্যার পানি বেড়ে যাওয়ায় ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন সদর ইউনিয়ন বাঘমারা গ্রামের ১৫০ পরিবার। তাদের বসতঘরে পানি উঠায় বিভিন্ন সমস্যায় দিনপাত করছেন তারা।

সদর ইউনিয়ন চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা জানান, পানিবন্দী পরিবারগুলোকে সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যাপারে জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দেওয়া হবে।

সিলেটভিউ২৪ডটকম/১৫ জুন ২০১৮/এফইউ/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন