আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ইসকন সিলেটের ৮তম গীতা শিক্ষা কোর্স শুরু হচ্ছে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-২১ ০১:৪৫:২৬

সিলেট :: আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন সিলেট উদ্যোগে ভক্তিবেদান্ত গীতা একাডেমীতে ৮তম গীতা শিক্ষা কোর্স শুরু হচ্ছে।

শুক্রবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টায় কাজলশাহস্থ যুগলটিলা মন্দিরে কোর্স উদ্বোধন অনুষ্ঠিত হবে।

জানা যায়, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপক, ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার, পাইলট, বৈজ্ঞানিক, আইনজ্ঞ, জজ, পুলিশ, জধন, সেনাবাহিনী সহ প্রশাসনিক কর্মকর্তা, সরকারী ও বেসরকারী চাকুরীজীবী, ব্যবসায়ী এবং গৃহিনীসহ সমাজের বিভিন্ন পেশার সাধারণ মানুষ এই কোর্সে ভর্তি হতে পারবেন। সপ্তাহে একদিন প্রতি শুক্রবারে ক্লাস হবে। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

সিলেটের ইসকন মন্দিরে ভক্তিবেদান্ত গীতা একাডেমীর অফিসে রেজিস্ট্রেশন করতে হবে। ভক্তিবেদান্ত গীতা একাডেমীর পরিচালক অশেষ কৃষ্ণ দাস ব্রহ্মচারী ০১৯৩৭৩৪৮২৮৭ এবং ০১৭৩৭-১৭৬১৮৭ নাম্বারে যোগাযোগ করতে পারবেন।

গীতা শিক্ষা কোর্স গুলো সঠিকভাবে সম্পন্ন করার পর শিক্ষার্থীদেরকে আনুষ্ঠানিক ভাবে সার্টিফিকেট প্রদান করা হবে ও বিভিন্ন তীর্থস্থানে পারমার্থিক আনন্দ ভ্রমনের আয়োজন করা হবে।



সিলেটভিউ২৪ডটকম/২১ জুন ২০১৮/প্রেবি/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন