আজ মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

কুলাউড়ার বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-২১ ১২:৩২:৫৯

কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যাকবলিত অসহায় ও দুস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল হাই রাজীব।

মনু নদীর ভাঙনের ফলে কয়েক দিনের বন্যায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা, টিলাগাঁও, হাজীপুর, শরীফপুর ইউনিয়নে ৭টি স্থানে বাঁধ ভেং্গে যায়। এতে মানুষের ঘর-বড়িসহ রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। প্রায় লক্ষাধিক মানুষ পানি বন্দি থাকেন সাপ্তাহ খানেক।

বুধবার বন্যা কবলিত এলাকা পরিদর্শণ শেষে দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য শাহ আলম, পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান নবাব আলী বাকর খান, টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মালিক, হাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. সবুজ মিয়া, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আব্দুল মনাফ, যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী সাজ্জাদ খান, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা আব্বাছ, টিলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আব্দুল মালিক, সাবেক ছাত্রলীগ নেতা ও কুলাউড়া উপজেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি সৈয়দ আশফাক তানভীর।

আরও উপস্থিত ছিলেন সংবাদকর্মী হাসান আল মাহমুদ রাজু, সাবেক ছাত্রলীগ নেতা জাবেদুল ইসলাম জুনেদ, ছাত্রলীগ নেতা আব্দুল আহাদ, পংকজ দেব, যুবলীগ ৩নং ওয়ার্ড কমিটির দপ্তর সম্পাদক মো. জুনেদ মিয়া প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২১ জুন ২০১৮/এসএ/এক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন