আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

গোলাপগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১১ ১৯:৫২:৩৫

গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। “পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবধিকার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল বুধবার দুপুরে উপজেলা  অডিটরিয়ামে বিশ্ব জনসংখ্যা দিবসটি পালিত হয়।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওচিত কুমার সিনহা’র পরিচালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগী’র সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তওহিদ আহমদ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগ’র আহবায়ক নাজিমুল হক লস্কর, উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত স্বাস্থ্যকর্মী, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মী। অনুষ্ঠানে বক্তারা জনসংখ্যা রোধ’র মাধ্যমে পরিকল্পিত পরিবার গঠন সম্পর্কে আলোচনা করেন।

সিলেটভিউ২৪ডটকম/১১ জুলাই ২০১৮/এএইচ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন