আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেট সিটিতে জামায়াতের ভোট কতো?

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১২ ০০:১৩:২৫

রফিকুল ইসলাম কামাল :: সিলেট সিটি নির্বাচনকে কেন্দ্র করে হঠাৎ করেই দৃশ্যপটে আবির্ভাব ঘটেছে জামায়াতের। যুদ্ধাপরাধে অভিযুক্ত এই দলটির নেতাকর্মীদের দীর্ঘদিন ধরে সিলেটের রাজপথে দেখা যায়নি। কিন্তু সিটি নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের নেতাকর্মীরা প্রকাশ্যে আসতে শুরু করেছেন।

বিএনপির নির্বাচনী জোটসঙ্গী জামায়াত। কিন্তু বিএনপির আহবান-অনুরোধ উপেক্ষা করে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে জামায়াত মেয়র পদে প্রার্থী দিয়েছে। এ নিয়ে বিএনপির সাথে জামায়াতের টানাপোড়েন চলছে।

মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরকে প্রার্থী করেছে দলটি। তবে নির্বাচন কমিশনে জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জুবায়ের। কিন্তু জুবায়ের কিংবা তার দলের নেতাকর্মীরা তাকে জামায়াতের প্রার্থী বলেই প্রচার করছেন।

একদিকে বিএনপিকে ‘নাখোশ’ করা, অন্যদিকে নিবন্ধন না থাকা সত্ত্বেও দলীয় নেতাকে মেয়র পদে প্রার্থী দেয়া- এ দুইয়ে মিলে সিলেট সিটিতে জামায়াতকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। প্রশ্ন ওঠছে, সিলেট সিটিতে জামায়াতের ভোট সংখ্যা কতো; কোন ভিত্তির ওপর দাঁড়িয়ে দলটি মেয়র পদে প্রার্থী দিল।

সিলেট সিটিতে জামায়াতের ভোট কতো, এই প্রশ্নের উত্তর খোঁজতে গিয়ে দেখা গেল খোদ জামায়াত নেতারাই এ বিষয়ে খোলাসা করে কিছু বলতে নারাজ। তাদের কথাতেই স্পষ্ট, নিজেদের পক্ষের ভোটের হিসাব প্রকাশ্যে আনতে চান না তারা।

এ বিষয়ে মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের সিলেটভিউকে বলেন, ‘আমরা আগে নির্বাচন করিনি, এবারই প্রথম। তাই ভোটের সঠিক সংখ্যা সম্পর্কে ধারণা নেই।’

তিনি বলেন, ‘আমরা মনে করি সবাই আমাদের মায়া করেন, সবাই আমাদের ভোটার।’

জামায়াত কৌশলে পাশ কাটিয়ে গেলেও প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির নেতারা মনে করছেন, সিলেট সিটিতে জামায়াতের সামান্য কিছু ভোট আছে। কিন্তু এই ভোট সংখ্যা নির্বাচনে প্রভাব ফেলার মতো কিছু নয়।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ সিলেটভিউকে বলেন, ‘এবারই প্রথমবারের মতো মেয়র পদে নির্বাচনে প্রার্থী দিয়েছে জামায়াত। ফলে এটা আমাদের জন্য নতুন একটা ধারণা। তবে আমার মনে হয়, তাদের ভোট সর্বোচ্চ ১৫ থেকে ২০ হাজার হতে পারে। আমার ধারণা ভুলও হতে পারে।’

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন সিলেটভিউকে বলেন, ‘একটি রাজনৈতিক সংগঠন হিসেবে জামায়াতের কিছু ভোট থাকতে পারে। কিন্তু আমরা মনে করি, তাদের সেই ভোট সংখ্যা নির্বাচনে আমাদের জন্য কোনো প্রভাব ফেলবে না।’

তিনি বলেন, ‘আমাদের প্রার্থী আরিফুল হক চৌধুরীর জনপ্রিয়তার যে মাপকাঠি, তাতে জামায়াতের প্রার্থী কিছু ভোট পেলেও আমাদের জন্য নেতিবাচক প্রভাব আসবে না।’

এদিকে, নির্বাচনে জামায়াত মেয়র পদে প্রার্থী দেয়া, প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়া এসবের মধ্যে ‘ভিন্ন কিছু’ থাকতে পারে বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

সুশাসনের জন্য নাগরিক (সুজন), সিলেট শাখার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী সিলেটভিউকে বলেন, ‘জামায়াতের ভোট কতো, তার চেয়ে বড় কথা হচ্ছে, সিসিক নির্বাচনে জামায়াত মেয়র পদে প্রার্থী দেয়ায় মানুষ হতবাক। আমি বিভিন্ন শ্রেণির মানুষের সাথে কথা বলে দেখেছি, মানুষ কিছুটা হতবাক যে জামায়াতের প্রার্থী নির্বাচনে এসে অনেক সুযোগ-সুবিধা পাচ্ছেন। মানুষ জানতে চায়, এর কারণ কি? কিছুদিন আগে এরা (জামায়াত) রাস্তায় নামতে পারেনি, পুলিশ ধাওয়া করতো। কিন্তু এখন দেখা যায়, জামায়াত প্রচার-প্রচারণা চালাচ্ছে।’

তিনি বলেন, ‘জামায়াতের ভোট কতো, এটা তাদের সাথে যারা ব্যবসা করছেন, তারা বলতে পারবেন। তবে সিলেটে জামায়াতের শক্ত অবস্থান নেই।’

সিলেটভিউ২৪ডটকম/১২ জুলাই ২০১৮/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন