আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

নারীদের জন্য পার্ক করবেন সিলেটের মোয়াজ্জেম (ভিডিও)

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১২ ০১:৪৫:৫২

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুলাই। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বি সাত মেয়র প্রার্থীকে নিয়ে বুধবার সিলেট নগরীর রিকাবিবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করে সুজন।

প্রচারণার ব্যস্ত সময়ের সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মেয়র প্রার্থীরা। সেখানে সিলেট নগরী নিয়ে নানা পরিকল্পনার কথা শোনান তারা।

ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনিত প্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘নির্বাচিত হলে শুধুমাত্র নারী ও শিশুদের চিত্তবিনোদনের জন্য পার্ক নির্মাণ এবং ইসলামী শরিয়াহ মোতাবেক নারীদের অধিকার নিশ্চিত করা হবে।’

তিনি বলেন- ‘ নগরীর প্রতিটি মসজিদে শিশুদের ইসলামী শিক্ষার ব্যবস্থা করবো। মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য উপাসনালয়ে দায়িত্বরতের বেতন-ভাতা বৃদ্ধির ব্যবস্থা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্য ক্যাম্প করা হবে’।

সিলেটভিউ২৪ডটকম/১২ জুলাই ২০১৮/শাদিআচৌ/ডিজেএস


ভিডিও : ভিডিও দেখতে ক্লিক করুন---

শেয়ার করুন

আপনার মতামত দিন